মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.৫

শ্রীনগর ও শিলং, ১১ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বেশ কিছু অঞ্চল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫| ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, সোমবার ভোর ৪.২৮ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে, ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, ৪.৫ তীব্রতার মৃদু ঝাঁকুনি অনুভব হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন|

শুধু জম্মু ও কাশ্মীর নয়, সোমবার সকালে ৪.৭ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে মেঘালয়, অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, সোমবার সকাল ৯.০৫ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে মেঘালয়, অসম সহ উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে| কম্পনের টের পাওয়া যায় গুয়াহাটিতেও| মাঝারি তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওযা যায়নি|

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ৪.৭ তীব্রতার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীরের লাদাখ রিজিওন| তার আগে গত ৭ ডিসেম্বর ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ৫.৪ তীব্রতার ভূকম্পনের উত্সস্থল ছিল ভিয়েতনামের থাংয়ের ১১১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং জম্মু ও কাশ্মীরে| হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *