গুজরাটে বিধানসভা নির্বাচনে নিজামি প্রসঙ্গে বিপাকে কংগ্রেস

আহমেদবাদ, ১১ ডিসেম্বর (হি.স.) : গুজরাট বিধানসভা নির্বাচনের আগে বড়সড় বিতর্কের মধ্যে জড়ালেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। গুজরাটের সর্দার প্যাটেল একতা মঞ্চের পক্ষ থেকে রাহুল গান্ধীর নিন্দা করে রাজ্যের রাজধানী আহমেদবাদের একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। সেই পোস্টারে সলমন নিজামি নামে এক ব্যক্তি সঙ্গে রাহুল গান্ধীর পাশাপাশি দাঁড়িয়ে থাকার ছবি দেওয়া হয়েছে। পোস্টারটির তোলায় লেখা রয়েছে, ‘আফজালের (গুরু) যে বন্ধু সেই হচ্ছে দেশদ্রোহী।’ অন্য আর একটি পোস্টারে দেখা গিয়েছে নিজামি নামে ওই ব্যক্তি কংগ্রেসের হয়ে গুজরাটে বিধানসভা নির্বাচনের জন্য প্রচার করছে।

উল্লেখ্য, ২০০১-র সংসদ হামলার মূলচক্রী আফজাল গুরু হয়ে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে একাধিক পোস্ট করেছেন সলমন নিজামি। সেই পোস্টে আফজাল গুরুর পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে এই ব্যক্তিকে। সেই সব পোস্টের উল্লেখও ওই পোস্টার গুলিতে করা হয়েছে। গত শনিবার রাহুল গান্ধীর সপক্ষে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে তোপ দেগে নিজামি এক পোস্ট করে লেখেন, ‘রাহুল গান্ধী , যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করা রাজীব গান্ধীর সন্তান। রাহুল গান্ধী, যিনি দেশের জন্য জীবন উৎসর্গ করা ইন্দিরা গান্ধীর নাতি। রাহুল গান্ধী, যিনি স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহেরুর প্রপৌত্র। কিন্তু নরেন্দ্র মোদী?’

এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে নিজামি একজন সক্রিয় কংগ্রেসকর্মী। আর তাই প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করছেন। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে নিজামি নামে তাদের কোন দলীয় কর্মী নেই। কিন্তু গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে এসে একাধিক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ভাষণে নিজামি প্রসঙ্গ উঠে এসেছে। তারা দুইজনেই বলেছেন কংগ্রেসের হয়ে প্রচার করার জন্য নিজামিকে ব্যবহার করা হচ্ছে। অমিত শাহ বলেছিলেন, ‘কাশ্মীরের স্বাধীনতায় বিশ্বাসী নিজামি ও আফজল গুরুর স্বপক্ষে নিজামি বক্তব্যও রেখেছেন। নিজামি বলেছেন, আফজালের মতো সন্তান কাশ্মীরের ঘরে ঘরে জন্মানো উচিত। প্রধানমন্ত্রী বলেছেন, ‘নিজামি যে ভাষায় তাঁকে আক্রমন করেছেন তা একজন শত্রুও শত্রুকে দেবে না।’ উল্লেখ্য আগামী ১৪ ই ডিসেম্বর দ্বিতীয় দফার নির্বাচন গুজরাটে। তার আগে নিজামি প্রসঙ্গে বেকায়দায় পড়েছে কংগ্রেস। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *