নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিনা প্রতিদ্বন্দিতায় সোনিয়া গান্ধীর পর কংগ্রেসের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয় | এর পর রাহুলের উদ্দেশ্য প্রধানমন্ত্রী ট্যুইট করেন, রাহুলজিকে কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। ওই পদে তিনি সফল হোন, এই শুভেচ্ছা রইল।
প্রত্যশা ছিলই, সেই মতো এদিন সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী| সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন অথরিটির চেয়ারম্যান মুল্লাপল্লি রামচন্দ্রন| প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউই মনোনয়ন জমা দেননি| প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের ৪ তারিখ কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেন রাহুল গান্ধী| মনোনয়ন জমা দিতে যাওয়ার প্রাক্কালে মা সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ে আর্শিবাদ নেন রাহুল গান্ধী| ওই দিনই ভাবী কংগ্রেস সভাপতি হিসেবে ৪৭ বছর বয়সি রাহুল গান্ধীকে অভিনন্দন জানান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা আনন্দ শর্মা, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, গুজরাটের কংগ্রেস প্রেসিডেন্ট ভরত সোলাঙ্কি সহ অন্যান্যরা|
প্রত্যশা ছিলই, সেই মতো সোমবার সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন রাহুল গান্ধী| একই সঙ্গে অবসান হল সোনিয়া গান্ধী যুগের| এদিন সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন অথরিটির চেয়ারম্যান এম রামচন্দ্রন জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর জয়ের শংসাপত্র গ্রহণ করবেন রাহুল গান্ধী| ওই দিনই আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্বভার গ্রহণ করবেন রাহুল| কারণ, আপাতত গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত তিনি| রামচন্দ্রন জানিয়েছেন, রাহুল গান্ধীর পক্ষে ৮৯টি মনোনয়ন প্রস্তাব জমা পড়েছিল, লাখের বেশি কংগ্রেস কর্মী এই সাংগঠনিক নির্বাচনে অংশ নিয়েছিলেন| উল্লেখ্য, ১৯ বছর ধরে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী| এবার সেই দায়িত্ব সামলাবেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী|
২০১৩ সালের জানুয়ারি মাসে কংগ্রেস সহ-সভাপতি হন রাহুল গান্ধী| এরপর থেকেই তাঁর দলীয় সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছিল| অবশেষে সেই জল্পনাই সত্যি হল| আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন রাহুল গান্ধী| আগামী বছর লোকসভা নির্বাচন| এমতাবস্থায় কংগ্রেস নেতৃত্বের আশা, রাহুলের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে দল| হিন্দুস্থান সমাচার |
2017-12-11