নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ ১৮’র বিধানসভা নির্বাচনে বামেদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে রাজ্যের যুব সমাজ৷ ভোটের মাধ্যমে গণতান্ত্রীকভাবে জামানত জব্ধ বামেদের ধরাশায়ি করা হবে৷ চারিদিকে বেকার যন্ত্রনায় ছটফট করছে বাম শাসনে৷ রবিবার প্রগতি সুকলে ৭ রামনগর যুব মোর্চার সন্মেলনে শাসক দলকে এমনভাবেই চাচাছেলা ভাষায় আক্রমন হানেন প্রদেশ যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়৷ বিকল্প নীতিতে চলা মানিক বাবুরা বৈঙ্গানিকভাবে মানুষকে শোষন করছেন৷ কেন্দ্রের বন্ধু সরকারের হাত ধরে দীর্ঘদিন রাজ্যে টিকে থাকলেও এবারে শেষ রক্ষা হবে এনা৷ বামেদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে বলেও সুর চড়ান তিনি৷ ক্ষমতা হারানোর ভয়ে বিজেপির কার্যকর্তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে বেড়াচ্ছেন৷ নির্বাচনের পর বামেরা নিশ্চিহ্ণ হয়ে যাবে গনহারে ভোটের বাক্রে বর্জনের মধ্য দিয়ে, তোপ দেগেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র৷
2017-12-11