কুয়াশার দাপটে দৃশ্যমানতা তলানিতে, রাজধানীতে বাতিল ১০টি ট্রেন

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): গত নভেম্বর মাসে তীব্র ধোঁয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজধানীর স্বাভাবিক জনজীবন| ধোঁয়াশার পর এবার ঘন কুয়াশার দাপট রাজধানীতে| সৌজন্যে বিপর্যস্ত হল রেল পরিষেবা| ঘন কুয়াশার দাপটে রাজধানী এবং পাশ্ববর্তী এলাকায় দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকে যাওয়ায় বাতিল করা হয়েছে অন্তত ১০টি ট্রেন, সময়সূচি পরিবর্তন করা হয়েছে ২টি ট্রেনের এবং অন্তত ১৭টি ট্রেন দেরিতে চলছে| কুয়াশার দাপটে রেল পরিষেবা বিপর্যস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন অসংখ্য রেল যাত্রী|

সোমবার সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন ছিল রাজধানী এবং পাশ্ববর্তী এলাকা| দৃশ্যমানতা কম থাকায় রেল পরিষেবার পাশাপাশি বিপর্যস্ত হয়েছে যান চলাচলও| ঘন কুয়াশার দাপটে রেল পরিষেবা বিপর্যস্ত হবে, এ বিষয়ে একেবারে নিশ্চিত হয়েই ভারতীয় রেলওয়ের তরফে ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে, ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত বাতিল থাকবে ৪৬টি ট্রেন| যে সমস্ত ট্রেন বাতিল থাকবে সেগুলি হল, আগ্রা ইন্টারসিটি এক্সপ্রেস, ১২১৭৯ লখনউ জংশন-আগ্রা ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, ১৫২০৯ সহর্ষ-অমৃতসর এক্সপ্রেস, ১৪৬৭৪ অমৃতসর-জৈনগর শাহীদ এক্সপ্রেস এবং লখনউ-আনন্দ বিহার এক্সপ্রেস| এছাড়াও ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বাতিল থাকবে জৈনগর-নিউ দিল্লি এক্সপ্রেস, আজমগড়-দিল্লি কৈফিয়াত্ এক্সপ্রেস এবং বরাউনি-আম্বালা হরিহরনাথ এক্সপ্রেস| এখানেই শেষ নয়, ১ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে জৈনগর-অমৃতসর এক্সপ্রেস| হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *