অসম-নাগাল্যান্ড সীমান্তবৰ্তী গ্রামে সেনার হাতে উৎখাত অবৈধ অস্ত্র কারখানা

গুয়াহাটি, ১১ ডিসেম্বর (হি.স.) : অসম-নাগাল্যান্ড সীমান্তবৰ্তী নাগিনীমরায় একটি অবৈধ অস্ত্ৰ কারখানা উৎখাত করেছে সেনাবাহিনী৷ পুলিশ সূত্রের খবরে প্রকাশ, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে রবিবার রাতে নাবিনীমরা গ্রামে হানা দেন ভারতীয় সেনাবাহিনী জওয়ানরা। সেখানে এক পরিত্যক্ত ঘরে গড়ে তোলা আগ্নেয়াস্ত্র তৈরির কারখানাটি উৎখাত করেছেন সেনা জওয়ানরা৷ ঘরটি স্থানীয় তফু কন্যাক নামের এক ব্যক্তির মালিকানাধীন। অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা গড়ার অপরাধে তফু কন্যককে আটক করা হয়েছে।

পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে সদ্য নির্মিত পাঁচটি সিঙ্গল ব্যারেল বন্দুক, ৫০০ গ্ৰাম গান পাউডার, ১২ বাকসো আরডিএক্স এবং নগদ ৫০ হাজার টাকা৷ সেনা কর্তাদের ধারণা, তফু কন্যাকের অবৈধ এই কারখানার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত নাগা জঙ্গি সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) এবং অসমের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম স্বাধীন (আলফা-স্বাধীন)-এর যোগ রয়েছে।হিন্দুস্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *