গান্ধীনগর, ১০ ডিসেম্বর (হি.স.) : গুজরাটে ২০০২ দাঙ্গা নিয়ে এবার কংগ্রেসের সমালোচনায় মুখর হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গান্ধীনগরে এক জনসভায় অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘গোটা দেশ জানে ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য কংগ্রেস প্রভাবিত এনজিওগুলি ২০১৭ সালেও ২০০২ এর প্রসঙ্গ টেনে এনে যে অভিযোগ করে তা সম্পূর্ণ মিথ্যা এবং মোদীজি সম্পূর্ণ কালিমা মুক্ত।’
উল্লেখ্য, কংগ্রেস নেতা চরণ সিং সাপরা বলেন, ‘২০০২ এর দাঙ্গার মোদীর উচিত জামা মসজিদে গিয়ে ক্ষমা চাওয়া। যেভাবে সোনিয়া গান্ধী স্বর্ণ মন্দিরে গিয়ে ক্ষমা চেয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী একাধিক বার সংসদে ক্ষমা চেয়েছে। গত ৩৩ বছরে বিজেপি আমাদের ক্ষতের উপর আঘাত করে গিয়েছে।’ এরই প্রেক্ষিতে অমিত শাহ রবিবার গান্ধীনগরে এই মন্তব্য করেন।
বিজেপির সভাপতি বলেন, গুজরাট বিধানসভা নির্বাচন কংগ্রেস শুরু থেকেই জাতপাতের নামে লড়ছে। কংগ্রেসের ভাবী সভাপতি রাহুল গান্ধীর সমালোচনায় মুখর হয়ে অমিত শাহ বলেন, কংগ্রেসের ভাবী সভাপতি মন্দির থেকে মন্দির ঘুরছেন। কংগ্রেসেই ভারতে রাজনৈতিক মেরুকরণের প্রতিষ্ঠাতা।
উল্লেখ্য আগামী ১৪ ডিসেম্বর গুজরাটে ৯৩ টি সনে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পড়ে ।