আজ স্বাভাবিক হচ্ছে রাজ্যের রেল পরিষেবা

অবরোধকে ঘিরে রাজ্য সরকারের অসহযোগিতা, চটেছেন রেল কর্তারা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর ৷৷ রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা৷ তবে, রাজ্য প্রশাসনের খামখেয়ালিপনায় ভীষণ চটেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে ও রেলওয়ে বোর্ড৷ সূত্রের খবর, শুক্রবার অবরোধকে ঘিরে রেলওয়ে আধিকারিকরা রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং পরিবহন সচিবের সাথে বহু চেষ্টা সত্বেও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন৷ রেলওয়ের সাথে রাজ্য সরকারের এই অসহযোগিতা আগামী দিনে রেল পরিষেবা চালু রাখার ক্ষেত্রে জটিলতা তৈরী করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে৷
চাকুরীচ্যুত শিক্ষকদের একাংশের অবরোধের জেরে আগরতলা- শিলচর, আগরতলা- ধর্মনগর, রাজধানী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা- আনন্দবিহার এক্সপ্রেস স্থগিত ঘোষণা করেছিল উত্তর-পূর্বো সীমান্ত রেলওয়ে৷ আগরতলা-শিলচর এবং আগরতলা-ধর্মনগর আপ-ডাউন ট্রেন ১৬ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছিল৷ রাজধানী এক্সপ্রেস আগামী ১২ ডিসেম্বর গুয়াহাটি থেকে ছাড়বে বলে সিদ্ধান্ত নিয়েছিল পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ফলে, আগরতলা থেকে গুয়াহাটি রাজধানী এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রাখা হয়৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলার বদলে শিলচর থেকে ছাড়বে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু, শনিবার দুপুরে রেল ও জাতীয় সড়ক অবরোধ উঠে যাওয়ায় পূুর্বোত্তর সীমান্ত রেলওয়ে এদিন সন্ধ্যায় পুনরায় নির্ধারিত সূচি অনুযায়ী সমস্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানান, সকালে দুরপাল্লার ট্রেনের সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিছু ট্রেন সামায়িক স্থগিত ঘোষণা করা হয়েছিল৷ কিন্তু, দুপুরে অবরোধ উঠে যাওয়ায় পুনরায় রেল পরিষেবা সূচি মোতাবেক চালু করার সিদ্ধান্ত নেয় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ফলে, রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা, জানান তিনি৷
সূত্রের খবর, রবিবার ৫৫৬৭৬ ধর্মনগর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেন এবং ৫৫৬৬৩ আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেন রেকের অভাবে বাতিল করা হয়েছে৷ এই দুটি ট্রেন দিনের প্রথম নির্দিষ্ট গন্তব্যস্থল থেকে রওয়ানা দেওয়ার কথা ছিল৷ তবে, অন্যান্য প্যাসেঞ্জার ট্রেনগুলি রবিবার থেকেই চলাচল শুরু করবে৷ সূত্রের খবর, সোমবার থেকে সমস্ত ট্রেন পুরোদমে চলাচল শুরু করবে৷
রাজ্য প্রশাসনের অসহযোগিতার ফলে রেলওয়ে বোর্ড রাজ্যে রাজধানী এক্সপ্রেস চালু রাখা সম্ভব কিনা তা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জনৈক আধিকারিক জানিয়েছেন, রেল অবরোধের আগাম খবর জানায়নি রাজ্য সরকার৷ এমনকি শুক্রবার রেল অবরোধ শুরু হওয়ার পর রাজ্যের পরিবহন সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সাথে যোগাযোগে ব্যর্থ হয়েছেন রেলওয়ে আধিকারিকরা৷ স্বাভাবিক ভাবেই রাজ্যে এধরণের জটিল পরিস্থিতি কয়েকদিন পর পর দেখা দিলে রেল পরিষেবা চালু রাখা সম্ভব নয় বলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে৷ রেলওয়ে আধিকারিকরা রাজ্যের এই পরিস্থিতিকে ঘিরে খুবই অসন্তুষ্ট বলে জানা গেছে৷ এই অবরোধের ফলে পূুর্বোত্তর সীমান্ত রেলওয়েকে সবচেয়ে বেশি সমস্যার সন্মুখীন হতে হয়েছে রাজধানী এক্সপ্রেসকে নিয়ে৷ সূত্রের খবর, রেলেরে তরফে রাজ্য সরকারকে আগামী দিনে এ ধরণের জটিল পরিস্থিতি এড়ানোর অনুরোধ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *