শ্রীনগর, ১০ ডিসেম্বর (হি.স.) : সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়েছে সেনাবাহিনীর৷ সেনা অভিযান শুরু হতেই জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ ফলে শুরু হয় গুলির লড়াই৷ দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের কথা স্বীকার করে নিয়েছেন এসএসপি এএস দিনকর৷ তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ জম্মু-কাশ্মীরের ওই এলাকার দু’টি গ্রামের মাঝে জঙ্গিরা ডেরা বেঁধেছে বলে খবর পায় সেনাবাহিনী৷ তার পরই গানাওপারা ও বার্থিপোরা নামের ওই দুই গ্রামের মাঝামাঝি ওই এলাকায় হানা দেয় জওয়ানদের একটি দল৷
সেনা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘক্ষণ গুলির লড়াই চলে৷ গুলির লড়াই চলাকালীনই জঙ্গিরা পালিয়ে যায়৷ ফলে কাউকে সেখান থেকে ধরতে পারা যায়নি৷ তবে সেনাবাহিনীর ধারণা, ওই জঙ্গিরা এখনও ভারতের মধ্যেই রয়েছে৷ এখনও সীমান্ত পার করে পাক অধিকৃত কাশ্মীরে যেতে পারেনি৷ তবে কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের লড়াই নতুন নয়৷ প্রায় প্রতিদিনই সেখানে সেনাবাহিনীকে লড়তে হয় পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে৷ গুলির লড়াইও প্রায় প্রতিনিয়তই হয়৷ সেনা জওয়ানদের হাতে জঙ্গিদের মৃত্যুও হয় অধিকাংশ ক্ষেত্রে৷ আবার ধরাও পড়েছে অনেকে৷ তাদের কাছ থেকে বহুবার পাকিস্তানের নানা নথিও মিলেছে৷ কিন্তু কোনওবারই পাকিস্তানের তরফে তাদের সেদেশের নাগরিক বলে স্বীকার করা হয়নি৷ তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে সেনার তরফে৷ সেনাবাহিনীর ধারণা, খুব শীঘ্রই তাদের ধরা হবে৷