নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ঘুরে দাঁড়াতে মরিয়া রাজ্য রাজনীতিতে প্রদেশ কংগ্রেস৷ বাম ও বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তি সঞ্চয়ে মহাজোটের প্রস্তুতি ও আসন বন্টন নিয়ে চলছে দফায় দফায় বৈঠক প্রদেশ নেতাদের৷ একদিকে ৬০টি আসনকে ৩ ভাগে ভাগ করে ক্ষয়িষ্ণু শক্তি পুনরুদ্ধারের চলছে চেষ্টা৷ অন্যদিকে আঞ্চলিক সমভাবাপন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক চলছে জোরকদমে৷ রাজ্যে ঝটিকা সফরে এসে এ আই সি সি’র সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক ভূপেন কুমার বোড়া জোট ইস্যুতে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরি জৎ সিনহা, বিধায়ক গোপাল রায়, উপজাতি ভিত্তিক দলের নেতা অনিমেশ দেববর্মা, তৃণমূলের দুলাল দাস সহ কংগ্রেস শীর্ষ নেতাদের নিয়ে একপ্রস্থ বৈঠক করে গিয়েছেন বলে বিশ্বস্থ সূত্রে খবর৷ জানা গিয়েছে আসন বন্টন নিয়ে দলত্যাগী কংগ্রেসীদের বিরুদ্ধে জোট প্রার্থী দাঁড় করানো হবে৷ ভূপেন কুমার বোড়া ডিসেম্বর পর্যন্ত চরম সময়সীমা বেধে দিয়েছেন দলত্যাগীদের ঘরে ফিরতে৷ কংগ্রেস দলের টিকিটে বাধারঘাট কেন্দ্রের প্রার্থীপদ চূড়ান্ত করলে প্রাক্তন পুর পারিষদ জয়ন্ত চৌধুরী ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করেছে বলে ও জানা গিয়েছে৷ তৃণমূল ও আঞ্চলিক দলগুলিকে ১৫ টি আসনের বেশী ছাড়া হবেনা বলে বার্তা কংগ্রেস নেতৃত্বের৷ রাজ্য অতিথিশালায় ভূপেন কুমার বোড়ার সঙ্গে প্রার্থী তালিকা চূড়ান্ত নিয়ে গভীর রাত পর্যন্ত যুব কংগ্রেস নেতৃত্ব বৈঠক করেছেন৷ রাজনীতির রসায়নে দলবদলের ফলে তৃণমূল কংগ্রেস এখন সাইনবোর্ড সবস্ব৷ পাহাড়ে রাজেশ্বর গোষ্ঠী, এন সি টি’র অবস্থানের নীরিখে ১০টি আসন বন্টনে সহমত পোষন করছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ জানা গিয়েছে, জোট সঙ্গীদের আসন বন্টন, রাজনৈতিক রণকৌশল এবং নির্বাচনী এজেন্ডা প্রস্তুত করতে পি সি সি সভাপতি বীরজিৎ সিনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই বাম ও বিজেপি বিরোধী মহাজোট ঘোষণা করা হবে বলে সূত্রের খবর৷
2017-12-10