প্রধানমন্ত্রীকে কটুক্তি করার জন্য মণিশঙ্কর আয়ারকে তীব্র ভৎসনা মুলায়মের

লখনউ, ১০ ডিসেম্বর (হি.স.) মণিশঙ্কর আয়ার প্রসঙ্গে এবার মুখ খুললেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। উত্তরপ্রদেশের এটাওয়ায় এক সভায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিচ বলে বড় অন্যায় করেছেন ওই কংগ্রেস নেতা। যে ব্যক্তি এই ধরণের মন্তব্য করতে পারে তাকে দল থেকে শুধুমাত্র সাসপেন্ড করলেই চলবে না। দল থেকে থাকে পাকাপাকি ভাবে বহিষ্কার করা উচিত। ইতিবাচক রাজনীতি কার্যত উধাও হয়ে গিয়েছে। তার জায়গা নিয়েছে কাদা ছোড়াছুড়ির রাজনীতি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
উল্লেখ্য, গুজরাটে বিধানসভা ভোট নিয়ে চলতি সপ্তাহে চরমে উঠেছিল কংগ্রেস-বিজেপির বাকযুদ্ধ। এমনি এক আবহের মধ্যে প্রধানমন্ত্রীকে নিচু ধরণের মানুষ বলে কটুক্তি করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। আর তা নিয়েই চরমে ওঠে রাজনৈতিক বিতর্ক। অবশেষে বাধ্য হয়ে মণিশঙ্কর আইয়ার কে দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাসপেন্ড করেন রাহুল গান্ধী। দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিং যাদব বলেন, ‘যে ভাবে দেশ এবং সরকার চলছে তাতে করে বড় ধরণের আন্দোলন হওয়া দরকার। আগামীদিনে সেই ধরণে আন্দোলন হবে।’ পাশাপাশি রাজ্যের বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দেগে মুলায়ম সিং বলেন, ‘আমারা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং বিদ্যুৎতের উপর জোর দিয়েছিলম। কিন্তু বর্তমান সরকার তা করছে না বলে অভিযোগ করেন মুলায়ম সিং যাবদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *