নিচ আদমির প্রসঙ্গে এবার নাকভির নিশানায় কংগ্রেস

রামপুর, ৯ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটুক্তি করার জন্য এবার কংগ্রেসকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য উঠে পড়ে লেগেছে কংগ্রেস। পাশাপাশি উন্নয়নের প্রশ্নে ক্রমাগত বাঁধা সৃষ্টি করে চলেছে তারা। প্রধানমন্ত্রী যেখানে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন তারা (কংগ্রেস নেতারা) উন্নয়ন বিরোধী বিশৃঙ্খলা তৈরিতে লিপ্ত আর তাই মণিশঙ্করের মতো লোকেদের তারা এগিয়ে দিচ্ছে।’
কংগ্রেস হাইকম্যাণ্ড-এর বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ‘কারা তাদের(কংগ্রেস) নেতাদের এই রকম অশালীন আচরণ করতে শিখিয়েছেন।’ পাশাপাশি তিনি দাবি করেন আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে ভোরাডুবির মুখে পড়তে চলেছে কংগ্রেস। ১৮ ই ডিসেম্বর কংগ্রেসের আসল স্বরূপটি মানুষের সামনে আসবে। অন্যদিকে সংখ্যালঘু উন্নয়নে প্রশ্নে কেন্দ্রীয় সরকারি চাকরিতে কর্মরত সংখ্যালঘুদের সংখ্যা ৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯.৫ শতাংশ।
উল্লেখ্য, কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার প্রধানমন্ত্রীকে বিরুদ্ধে ‘নিচ আদমি’ বা ছোটলোক
বলে কটাক্ষ করেন। আগামী ১৪ ই ডিসেম্বর গুজরাটে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *