নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা তথা আসামের বিধায়ক আমিনুল হক লস্কর শনিবার রাজ্য বামফ্রন্ট
সরকারের তীব্র সমালোচনা করেছেন৷ তিনি বলেছেন, ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনে সংখ্যালঘু অংশের জনগণের জন্য কিছুই করা হয়নি৷ এদিন তিনি বিশালগড়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার এক পরিবর্তন সমাবেশে বক্তব্য রাখছিলেন, সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার গত ২৫ বছরে সংখ্যালঘু অংশের জনগণকে বঞ্চিত করেছে৷ এই সমাবেশ বক্তব্য রাখেন বিজেপি রাজ্য প্রবাবী সুনীল দেওধর, মোর্চার রাজ্য সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি সিরাজ আলি, বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি রাম প্রসাদ পাল প্রমুখ৷ পরিবর্তন র্যালীতে বক্তব্য রাখতে গিয়ে, লস্কর জানান, বিজেপি শাসিত রাজ্যগুলি গোটা দেশে নজির সৃষ্টি করেছে৷ এর মধ্যে আসাম সরকার গত আঠারমাসে ৫০ হাজার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে৷
অন্যদিকে, বিজেপি রাজ্য কার্য্যালয়ে এদিন বিকালে এক সাংবাদিক সম্মেলনে লস্কর জানান, মুখ্যমন্ত্রী মানিক সরকার তার শাসনকালে গত ১৯ বছরে ত্রিপুরার সংখ্যালঘু অংশের জনগণের জন্য কিছুই করেননি৷ বাম শাসনে ত্রিপুরায় ৮৫ হাজারের বেশী সংখ্যালঘু যুবক যুবতী বেকার হয়ে রয়েছেন৷ শাসক দল সিপিএম সংখ্যালঘু অংশের জনগণকে ভোট ব্যাঙ্ক হিসেবে কাজে লাগাচ্ছে৷ ভোট আসলেই সংখ্যালঘুদের কল্যাণে নানা প্রতিশ্রুতি দিয়ে থাকে৷ ভোট শেষ হতেই সব ভুলে যান নেতারা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ত্রিপুরার সংখ্যালঘুদের কল্যাণে ছয়শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে৷ কিন্তু, ত্রিপুরায় সংখ্যালঘুদের কল্যাণে কোন কর্মসূচী নিতে দেখা যায়নি বলেন তিনি অভিযোগ করেছেন৷ তিনি বলেন, রাজ্য বামফ্রন্ট সরকার সংখ্যালঘুদের কল্যাণে আগ্রহী না হওয়ার বিষয়টি সুপরিকল্পিত৷