নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ বিজেপি মহিলা প্রগতী বিরোধী৷ ১৩ই ডিসেম্বর সর্বভারতীয় মহিলা কংগ্রেস ‘আমার অধিকার’ অনুষ্ঠান করবেন৷ রাজ্যে বাম বিরোধী নির্ণায়ক শক্তি হিসাবে কংগ্রেস মহিলাদের তৈরী করছে৷ শুক্রবার রাজ্য সফরে এসে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে বিজেপি ও আরএসএসকে এমনভাবেই একহাত নিয়েছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ সুষ্মিতা দেব৷ গোটা দেশে বিজেপি শাসনে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত ব্যবসায়ী ক্ষতির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন সাংসদ সুষ্মিতা দেব৷
বিধানসভা ভোটের আগে ত্রিপুরায় মহিলা কংগ্রেসকে শক্তিশালী করতে সর্বভারতীয় মহিলা কংগ্রেস কমিটি উদ্যোগী হয়েছে৷ পাশাপাশি সাংবাদিকদের হত্যার ইস্যুটি সাংসদ সুষ্মিতা দেব পার্লাম্যান্ট তোলবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ গুজরাট এবং হিমাচল প্রদেশের পর সর্বভারতীয় কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধী ত্রিপুরায় সফর করবেন বলে জানিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সাধারণ সম্পাদক ভূপেন কুমার বোড়া৷ তাঁর অভিযোগ, গুজরাটে ২২ বছর নরেন্দ্র মোদি এবং ত্রিপুরায় ২৪ বছর মানিক সরকার স্বপ্ণ বিলিয়ে ক্ষমতায় টিকে রয়েছে৷ এবার নির্বাচনে দুজনের চিরবিদায় দেবে ব্যালটে নীরব বিপ্লব করে৷ ভাগ করো, ভোগ কর- নীতি থেকে জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন ভূপেন কুমার বোড়া৷
2017-12-09