নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালির লুসিয়ানাতে জন্মগ্রহণ করেছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| শনিবার ছিল কংগ্রেস সভানেত্রীর ৭১ তম জন্মবার্ষিকী| এদিন মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত কংগ্রেস সভানেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি সোনিয়া গান্ধীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী|
আগামী দিনেই কংগ্রেস সভাপতি হতে চলেছেন সোনিয়া গান্ধী পুত্র রাহুল গান্ধী| রাহুল গান্ধীর কংগ্রেস সভাপতি হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা| গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার তীব্র ভাষায় আক্রমণ করেছেন রাহুল গান্ধী| তা সত্ত্বেও রাজনৈতিক ভেদাভেদ ভুলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু প্রধানমন্ত্রীই নন, কংগ্রেস সভানেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| মমতার শুভেচ্ছা বার্তা, ‘সোনিয়া গান্ধী জীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা|’
2017-12-09