করাচি, ৮ ডিসেম্বর (হি.স.) : ক্রিকেটে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে শো-কজ করা হল ডানহাতি পেসার মহম্মদ সামিকে৷
পিএসএল-এ স্পট-ফিক্সিংয়ের তদন্ত করতে গিয়ে প্রাক্তন জাতীয় দলের পেসার সামিকে শো-কজ নোটিশ পাঠাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)৷ ৩৬ বছরের ডানহাতি পাক পেসার এই মুহূর্তে বাংলাদেশ প্রিমিয়র লিগে খেলেছেন৷ আর পিএসএল-এ খেলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে৷ এর মধ্যেই সামিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল পিসিবি-র দুর্নীতিদমন শাখা৷ সামির বিরুদ্ধে অভিযোগ চলতি বছর ফেব্রুয়ারিতে দুবাইয়ে পিএসএল-এর দ্বিতীয় সংস্করণে ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমি ম্যাচে সামির বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে৷ ইসলামাবাদ ইউনাইটেডের দুই ব্যাটসম্যান শারজিল খান ও খালিদ লতিফের বিরুদ্ধে স্পট-ফিক্সিংয়ের অভিযোগ ওঠে৷ ৬ মার্চ, তিন সদস্যের ট্রাইবুনাল গঠন করে পিসিবি৷ অগস্টে দুর্নীতি দমনশাখা শারজিল ও লতিফকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করে৷ প্রাক্তন পাক পেসার মহম্মদ ইরফান ও মহম্মদ নওয়াজকে যথাক্রমে ছ’ ও দু’মাসের নির্বাসন দেওয়া হয়৷
2017-12-08