জয়পুর, ৮ ডিসেম্বর (হি.স.): যান্ত্রিক গোলযোগের কারণে সঙ্গানের বিমানবন্দরে জরুরি অবতরণ করল ভারতীয় বাসুসেনার একটি মিগ-২১ বিসন এয়ারক্রাফ্ট| শুক্রবার পরীক্ষামূলক উড়ানের সময় আচমকাই যান্ত্রিক গোলযোগ দেখা দেওযায়, সঙ্গানের বিমানবন্দরে জরুরি অবতরণ করে বায়ুসেনার একটি মিগ-২১ বিসন এয়ারক্রাফ্ট| বিমানবন্দরের ডিরেক্টর জেএস বালহারা জানিয়েছেন, ‘বিমানবন্দরে মেরামতি হচ্ছিল মিগ-২১ এয়ারক্রাফ্টির| মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় তত্ক্ষণাত্ জরুরি অবতরণ করে মিগ-২১ বিসন এয়ারক্রাফ্টি| পাইলট নিরাপদে আছেন|’
নিরাপদে মিগ-২১ এয়ারক্রাফ্টির অবতরণ করলেও, ঘন্টা দেড়েকের জন্য রানওয়ে বন্ধ হয়ে যায়| এর ফলে সাময়িকের জন্য বিমান পরিষেবা বিপর্যস্ত হয়েছে| সূত্রের খবর, গোয়ালিওর থেকে জয়সলমের আসার সময় তিন-চার দিন আগে সঙ্গানের বিমানবন্দরে অবতরণ করে মিগ-২১ এয়ারক্রাফ্টি| সেই থেকে বিমানবন্দরে মেরামতি হচ্ছিল বায়ুসেনার মিগ-২১ বিসন এয়ারক্রাফ্টি| শুক্রবার পরীক্ষামূলক উড়ানের সময় পুনরায় যান্ত্রিক গোলযোগ দেখা দিল|
2017-12-08