ঢাকা, ৮ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের সিরাজগঞ্জে আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশুর| মৃত দুই শিশু সম্পর্কে ভাই-বোন| বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ উপজেলার জালালপুর ইউনিয়নের বেকা গ্রামে অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে| সেই সময় ঘুমিয়েছিল সোহাগ (৭) ও তাঁর বোন আল্লাদি (৫)| আগুনের লেলিহান শিখায় গভীর রাতেই মৃত্যু হয় সোহাগের| পরে শুক্রবার ভোরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অপর শিশুটিরও মৃত্যু হয়েছে|
জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে দুই সন্তানকে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে যান তাঁর মা| সেই সময় শর্টসার্কিটের কারণে ঘরে আগুন লেগে যায়| স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নেভানোর পর দগ্ধ অবস্থায় দুই ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, গভীর রাতেই মৃত্যু হয় সোহাগের| চিকিত্সায় সাড়া না দিয়ে শুক্রবার ভোরে মৃত্যু হয় আল্লাদির| দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার| শোকস্তব্ধ বেকা গ্রামের মানুষজনও|
2017-12-08