প্রাচীন ভারতের ধ্যানধারনা সম্পর্কে আরও মনোযোগী হতে হবে, মুম্বইয়ে বার্তা দলাই লামার

মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.): এগিয়ে যাওয়ার জন্য তরুণ প্রজন্মের উচিত দেশের প্রাচীন ধ্যানধারনা ও শিক্ষা সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল হওয়া| শুক্রবার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দলাই লামা| শুক্রবার মুম্বইয়ের সোমাইয়া বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন আধ্যাত্মিক নেতা দলাই লামা| পড়ুয়াদের সামনে বক্তব্য রাখতে গিয়ে দলাই লামা বলেছেন, ‘তোমরা তরুণ প্রজন্ম| তোমরাই ভারতের ভবিষ্যত| প্রাচীন ভারতের ধ্যানধারনা সম্পর্কে আরও মনোযোগী হতে হবে|’
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দলাই লামার বার্তা, ‘আমার গোটা জীবনটাই বেশ কঠিন ছিল| সমস্যায় পরিপূর্ণ, কিন্তু আমি উপলব্ধি করি যে আমাদের মনকে প্রশিক্ষণ দেওয়া খুবই প্রযোজন| এর ফলে মনে শান্তি আসে| মানসিক শান্তি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি শরীর সুস্থ রাখার জন্যও|’ পড়ুয়াদের উচ্ছ্বসিত হওয়ার বার্তা দিয়ে দলাই লামার বক্তব্য, ‘তোমরা এই মহান দেশের তরুণ প্রজন্ম|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *