নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ ডিসেম্বর৷৷ তৈদু গ্রামীণ ব্যাংকের চার কর্মী অপহরণ কান্ডে ব্যবহার করা অস্ত্র সামগ্রী উদ্ধার করল তৈদু থানার পুলিশ৷ গত ২৪ নভেম্বর সন্ধ্যা রাতে বাড়ী যাওয়া পথে ব্যাঙ্কের চারকর্মীকে তৈদু থানার অধীন সাত মাইল এলাকা থেকে গাছের লক দিয়ে রাস্তা আটকে দেশী বন্দুকের মাধ্যমে ভয় দেখিয়ে অপহরণ করে৷ পরে ওই চার কর্মীদের নিয়ে রাখা হয় সাতরাই পাড়ার গভীর জঙ্গলে৷ অপহরণ করার সাতদিনের মাথায় ৫০ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়৷ ব্যাংক কর্মীরা বাড়ীতে ফেরা মাত্রই পুলিশের ব্যাপক অভিযানের পর গত ২ ডিসেম্বর ৯ জনকে অপহরনের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়৷ তাদের মধ্যে অপহরনের নায়ক জি এন দেববর্মা এবং রাকেশ দেববর্মাকে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতার করার পর উদয়পুর জুডিশিয়্যল প্রথম শ্রেণীর কোর্টে তোলা হলে তাদের ৬ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আদালত৷ পুলিশ রিমান্ডে থাকাকালিন সময়ে তদন্তকারী পুলিশ অফিসারের জেরায় তারা তাদের অপরাধ স্বীকার করে এবং বৃহস্পতিবার তাদের স্বীকারউক্তির মাধ্যমে ম্যাজিস্টিটের উপস্থিতিতে তৈদু থানার অধীন বীম চন্দ্র পাড়ার গভীর জঙ্গল থেকে অপহরনে ব্যবহার করা অস্ত্র সামগ্রী উদ্ধার করে পুলিশ৷ এদিন চারটি দেশী বন্দুকের ব্যারেল সহ ধাড়ালো অস্ত্র, ও পোষাক উদ্ধার করেন৷ এদিকে পুলিশ জানিয়েছে, আগামী কাল ৯ জনকে আদালতে তোলা হবে৷
2017-12-08