মোগা (পঞ্জাব), ৭ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবের মোগা জেলায় মোগা-কোটকাপুরা সড়কে যাত্রীবোঝাই প্রাইভেট বাস ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দুর্ঘটনাগ্রস্ত বাসের চালক ও খালাসি সহ ৪ জনের| দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন| আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে| দুর্ঘটনাগ্রস্ত বাসটি জয়পুর-জম্মু রুটের| ‘অভিশপ্ত’ বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে| মৃত ৪ জনের মধ্যে এক জন হলেন সেনাবাহিনীর জওয়ান| ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) কাশের সিং জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পঞ্জাবের মোগা জেলায় মোগা-কোটকাপুরা সড়কে সিংবালা গ্রামের সন্নিকটে ন্যাশনাল পাওয়ার গ্রিডের কাছে জয়পুর-জম্মু রুটের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের| কমবেশি আহত অবস্থায় অন্তত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জয়পুর থেকে জম্মু অভিমুখে যাচ্ছিল ‘অভিশপ্ত’ প্রাইভেট বাসটি| বৃহস্পতিবার সকালে মোগা-কোটকাপুরা সড়কে সিংবালা গ্রামের সন্নিকটে ন্যাশনাল পাওয়ার গ্রিডের কাছে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় জয়পুর-জম্মু রুটের বাসটির| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৪ জনের| গুরুতর আহত অবস্থায় অন্তত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিত্সার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে| কী কারণে সংঘর্ষ হল যাত্রীবোঝাই বাস ও ট্রাকের, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন সেই কারণে দুর্ঘটনাটি ঘটেছে| প্রত্যক্ষদর্শীদের অবশ্য দাবি, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে|
দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে এক জন হলেন সেনাবাহিনীর জওয়ান| তাঁর নাম হল, রজীন্দর সিং| বাকিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| দুর্ঘটনায় আহত হয়েছেন, রাজস্থানের ঝুনঝুনর বাসিন্দা জগদীশ খাদার, পাঠানকোটের বাসিন্দা অজয়, মানানের বাসিন্দা অনু দেবী, রাজস্থানের চুরুর বাসিন্দা সাজিদ খান, চুরুর বাসিন্দা বিক্রম সিং, ঝুনঝুনুর বাসিন্দা শ্রী রাম, চুরুর বাসিন্দা রাজু সিং, হনুমানগড়ের বাসিন্দা মহেশ কুমার, হনুমানগড়ের বাসিন্দা অমিত কুমার, রাজস্থানের নাগোর বাসিন্দা ধন্না রাম, ঝুনঝুনুর বাসিন্দা সুভাষ চন্দ, ঝুনঝুনুর বাসিন্দা কৃষাণ কুমার, ঝুনঝুনর বাসিন্দা সঞ্জয় কুমার এবং চুরুর বাসিন্দা সুনীল কুমার|