গুরুদাসপুর (পঞ্জাব), ৭ ডিসেম্বর (হি.স.): পঞ্জাবের গুরুদাসপুর জেলায় ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে ৫৫ কেজি হেরোইন উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| উদ্ধার হওযায় ৫৫ কেজি হেরোইনের বাজারমূল্য হল প্রায় পাঁচ কোটি টাকা| সীমান্ত রক্ষী বাহিনী সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিট নাগাদ গুরুদাসপুর জেলায় ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)| সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি ছোঁড়ে ওখানে টহলরত বিএসএফ জওয়ানরা| পাল্টা গুলি চালায় অনুপ্রবেশকারীরাও| বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়|
পরে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছে ৫৫ কেজি হেরোইন| এছাড়াও উদ্ধার হয়েছে একটি প্লাস্টিকের পাইপ ও দু’টি পিস্তল| উদ্ধার হওযায় ৫৫ কেজি হেরোইনের বাজারমূল্য হল প্রায় পাঁচ কোটি টাকা| অনুপ্রবেশকারীরা পালিয়ে গেলেও সীমান্তবর্তী এলাকাজুড়ে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা|
2017-12-07