নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ একগুচ্ছ দাবা দাওয়া নিয়ে আন্দোলনে সরব হয়েছে হরিজন সমিতি৷ জি বি বাজার সংলগ্ণ হরিজন কলোনীর বসবাসকারীদের সেন পাড়ার পুনঃবাসন দেওয়া হলে ও কর্মহীন হয়ে পড়েছে৷ সরকারী হাসপাতালে কর্মরত হজিনদের নিয়মিতকরন, সরকারী আবাসন বন্টনের দাবী নিয়ে বুধবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন হরিজনরা৷ হরিজন সমিতির একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে দাবী সনদ তোলে দিয়েছেন আন্দোলনকারীরা৷ অভিযোগ, দেড় দশক ধরে জি বি হাসপাতালে সাফাই কাজে নিয়োজিত কর্মীদের নিয়মিত করন নিয়ে সরকারের কোন পরিকল্পনা নেই৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজার নিয়মিত করন ছাড়া কাজ করা অসম্ভব৷ হরিজন কলোনীর বাসিন্দাদের নতুনভাবে সরকারী আবাসনে পুনঃবাসন নিয়ে ও পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকার দাবী জানিয়েছেন৷ হরিজনদের দাবীর যৌক্তিকতা বিচার বিবেচনা করে মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের সবুজ সংকেত দেওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন আন্দোলনকারী হরিজন সমিতির নেতৃত্বরা৷
2017-12-07