মিরানশাহ (পাকিস্তান), ৬ ডিসেম্বর (হি.স.): উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানে, জঙ্গি অধ্যুষিত আফগানিস্তান সীমান্তের কাছে মোটরবাইক বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন ৯ জন| বুধবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে উত্তর ওয়াজিরিস্তানে মীর আলি শহরে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে মোটরবাইক বোমা বিস্ফোরণ ঘটানো হয়| জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৯ জন| পেশোয়ারে পুলিশ মুখপাত্র তাহির খান জানিয়েছেন, ‘ওয়াজিরিস্তানে আবারও রক্তপাত|’ এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|
পুলিশ সূত্রের খবর, মোটরবাইকে বিস্ফোরক রাখা ছিল| মঙ্গলবার রাতে উত্তর ওয়াজিরিস্তানে মীর আলি শহরে সেনাবাহিনীর গাড়ি যাওয়ার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে মোটরবাইক বোমা বিস্ফোরণ ঘটানো হয়| নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|
2017-12-06