নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ জন সমাবেশে উস্কানি মূলক বক্তব্যের অভিযোগ এনে রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের বিরুদ্ধে উদয়পুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেছে বিজেপি৷ আগামী ৮ ডিসেম্বর অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য গ্রহণ করা হবে৷ এরপরই সাংসদ ঝর্ণা দাস বৈদ্যকে নোটিশ পাঠানোর প্রয়োজন রয়েছে কিনা তা আদালত স্থির করবে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী৷
তিনি আরও জানান, অভাবের তাড়নায় উদয়পুরে দক্ষিণ মহারাণীপুরে শরৎচন্দ্র পাড়ায় ৮ মাসের এক শিশুপুত্রকে তার বাবা কর্ণ দেববর্মা বিক্রি করে দিয়েছেন৷ বিজেপির মুখপাত্র জানিয়েছেন, হতদরিদ্র পরিবারটি কোন সরকারি সাহায্য পায়নি৷ প্রশাসনের দরজায় গিয়েও ঐ পরিবারটির বিপিএল কার্ড জুটেনি৷ সন্তান বিক্রির ঘটনায় বিজেপি রাজ্য সরকারকে তুলোধুনো করেছে৷
2017-12-06