রাজ্য সরকারকে ৪৮ ঘন্টার চরম সীমা স্বপরিবারে অবরোধ আন্দোলনে ১০২৩২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ কর্মসংস্থান নিশ্চিত করতে রাজ্য সরকারকে ৪৮ ঘন্টা সময়সীমা বেধে দিয়েছে অল ত্রিপুরা ১০৩২৩

চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের প্রতিনিধিরা সাংবাদিক সম্মেলনে আন্দোলন কর্মসূচী ঘোষণা করেছে৷ ছবি নিজস্ব৷

টিচার্স এসোসিয়েশন৷ মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে চাকরীচ্যুতির জন্য রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে অল ত্রিপুরা ১০৩২৩ টিচার্স এসোসিয়েশন৷ রাজ্যব্যাপী রেলপথ, জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা৷ তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের রায়ে চাকরী বাতিলের পর রাজ্য সরকার ‘পাশে আছি, ভেসে যেতে দেব না’ মিথ্যা বুলি আওড়ানোর ফলে হাজার হাজার পরিবার অসহায়৷ ৬ই ডিসেম্বর সকাল ৬ টা থেকে ৮ই ডিসেম্বর সকাল ৬টার মধ্যে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষকদের কর্মসংস্থানের৷ চাকুরীচ্যুত শিক্ষকদের সরকারকে দেওয়া চরম সীমায় দাবী পূরণ না হলে জাতীয় সড়ক ও রেল অবরোধ করবে টিচার্স এসোসিয়েশন৷ কর্মচ্যুতদের ১লা জানুযায়ী থেকে সম্মানে চাকরী বহাল রাখতে হবে৷ সরকারের ভুলের মাশুল কেউ মেনে নেবে না বলে সুর চড়িয়ছেন এসোসিয়েশনের নেতৃত্বরা৷ সমস্ত পরিবার নিয়ে জাতীয় সড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়ার ফলে অপ্রীতিকর ঘটনা ঘটলে রাজ্যসরকার দায়ী থাকবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা৷ কর্মচ্যুত শিক্ষকদের মধ্যে অনেকের মৃত্যুর জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তুলোধুনো করেছেন চাকরীচ্যুত শিক্ষকরা৷ এদিকে, সাত তারিখ তারা মহাকরণ অভিযান করবে বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *