নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ কৈলাসহর বিমান বন্দর পুনরায় চালু করার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং ডিজিসিএ’র দুই পদাধিকারি মঙ্গলবার বিমানবন্দরটি পরিদর্শন করেছেন৷ এয়াপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া’র আধিকারিক আর কে মিনা এবং ডিজিসিএ’র আধিকারিক আরজে লামা এদিন বিমানবন্দরটি সরেজমিনে পরিদর্শন করেছেন৷ কৈলাশহর মহকুমা শাসক এবং ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সহ বিদ্যুৎ, পূর্ত, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, দমকল বিভাগ এবং পুলিশের আধিকারিকরা এদিন তাঁদের এই সফরকালে সঙ্গে ছিলেন৷
কেন্দ্রীয় সরকারের রিজিওন্যাল কানেক্টিভিটি স্কীমের অন্তর্গত সারাদেশে সমস্ত বন্ধ থাকা বিমানবন্দরগুলি পুনরায় চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে৷ এরই অন্তর্গত কৈলাসহর বিমানবন্দরটিও পুনরায় চালু করার উদ্যোগ নিতে চাইছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক৷ কৈলাসহর বিমানবন্দরটি ২৪ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে৷ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং ডিজিসিএর আধিকারিকরা এই বিমানবন্দরটি বিভিন্ন বিষয় খতিয়ে দেখে মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেবে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থার সাথে কৈলাসহর বিমানবন্দরে পরিষেবা চালুর জন্য যোগাযোগ করা হয়েছে৷ সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা কৈলাসহরে বিমান পরিষেবা দিলে জ্বালানির উপর মাত্র এক শতাংশ কর নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ সফররত দুই আধিকারিক জানিয়েছেন, সর্বোচ্চ ১৮ আসন বিশিষ্ট বিমান এই বিমানবন্দরে উঠানামা করতে পারবে৷ বিমানবন্দর চালু করার ক্ষেত্রে আইনি এবং প্রযুক্তিগত বিষয়গুলি এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া এবং ডিজিসিএ দায়িত্ব নেবে৷ অন্যান্য সমস্তকিছু দায়িত্ব রাজ্য সরকারকে দেওয়া হবে৷ এক্ষেত্রে বিমানবন্দর আধুনিকিকরণ, রানওয়ে মেরামত সহ আনুসঙ্গিক সমস্ত কাজের দায়িত্ব রাজ্য সরকারের উপরই বর্তাবে বলে জানা গেছে৷
2017-12-06