নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ নির্বাচনি প্রস্ততি জোড় কদমেই শুরু করেছে নির্বাচন কমিশন৷ আগামী বিধানসভা নির্বাচনে ব্যবহারের
জন্য চার হাজার ভিভিপ্যাট বিশাখাপত্তনম থেকে রাজ্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে৷ ইতিমধ্যে প্রায় ৬০০ ভিভিপ্যাট রাজ্যে এসে পৌঁছেছে৷ মঙ্গলবার এই খবর জানান মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্ত৷ তিনি জানান, রাজ্যে ৩১৭০ টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ কমিশনের নির্দেশে আরো কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্র বাড়বে৷ ৪০০০ ভিভিপ্যাট শীঘ্রই রাজ্যে এসে পৌঁছাবে৷ প্রয়োজনীয় বাকি ভিভিপ্যাটগুলি মিজোরাম থেকে সংগ্রহ করা হবে৷
উল্লেখ্য, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ইভিএম’র সঙ্গে ভিভিপ্যাট ব্যবহার করা হবে৷ এর আগে ভোটাররা যাতে আরো বিষয়টি সম্পর্কে ধারণা নিতে পারেন সেজন্য ভিভিপ্যাট যুক্ত ইভিএম নিয়ে ব্যাপক প্রচারাভিযান চালানো হবে৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণীকান্ত জানান, গতমাসে ৮০ টি ভিভিপ্যাট রাজ্যে এসেছে৷ এগুলি বিভিন্ন জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে৷ ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের তিনটি জায়গায় প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ এর মধ্যে আগরতলায় খোয়াই ও পশ্চিম জেলার, উদয়পুরে গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা জেলার এবং কুমারঘাটে ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলার আধিকারিকদের প্রশিক্ষণ দেয়া হয়৷ রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটারদের মধ্যে ইভিএম মেশিন নিয়ে ব্যাপক প্রাচারাভিযান চালানো হবে৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ভোটের কাজে নিযুক্ত আর ও এবং এ আর ওদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেয়া হয়েছে৷ ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হবে তাদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ৷
মুখ্যনির্বাচন আধিকারিক জানান, ভোটার তালিকা সংক্রান্ত দাবি আপত্তি ও নিষ্পত্তির জন্য বিভিন্ন ফর্মের অন্তর্গত ১লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়েছে৷ এরমধ্যে ফর্ম-৬ এর অন্তর্গত ৮০ হাজার আবেদন জমা পড়েছে৷ ফর্ম-৭ এর অন্তর্গত ২৫ হাজার আবেদন জমা পড়েছে৷ শ্রীরাম তরণীকান্ত জানান, বিভিন্ন কারণে বিএলও দের দায়িত্ব থেকে সরানো হচ্ছে৷ এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকবে৷ তিনি জানান, ভূয়ো ভোটার চিহ্ণিত করণে সবধরণের উদ্যোগ গ্রহণ করা হবে৷