নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : যে কোন লক্ষ্যই স্থির করতেই পারো তোমরা কিন্তু তা পূরণ করার জন্য অতিরিক্ত সংগ্রাম তোমাদের করতেই হবে। এমনি ভাষায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগ্রা বিশ্ববিদ্যালয়ে ৮৩ তম সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘যে লক্ষ্যই তোমরা স্থির কর না কেন। তা পূরণ করতে হলে তোমাদের কঠোর সংগ্রাম করতে হবে। নিজেদের ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষদের পাশেও দাঁড়ানো উচিত। গত নয় দশক ধরে বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য কাজ করেছে। এই বিশ্ববিদ্যালয় থেকে দেশ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পেয়েছে।’
রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিবৃতি দিয়ে বলা হয়েছে রাষ্ট্রপতি পড়ুয়াদের উদ্দেশ্য বলেন, ‘সমাবর্তন অনুষ্ঠানকে শেষ হিসেবে দেখা উচিত নয়। তা এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা উচিত।’ নিজের জীবনের উদাহরণ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন যে তার শিক্ষিত হয়ে ওঠার পেছনে তার পরিবার, শিক্ষক, সমাজ, সরকারের বিশেষ ভূমিকা ছিল। রাষ্ট্রপতি আরও বলেন, স্নাতক পাশ করা পড়ুয়াদের এখন কর্তব্য সমাজের জন্য কাজ করা। মানবিকতার জন্য কাজ করা । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জই নিতে অর্থপূর্ণভাবে পড়ুয়াদের গড়ে তুলছে বিশ্ববিদ্যালয়গুলি।’
2017-12-05