নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ যে কোন দেশ বা রাজ্যের জনকল্যাণমুখী সরকারের প্রথম ও অন্যতম প্রধান্য দায়িত্ব হচ্ছে জনগণকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া৷ সরকার রাজ্যের সমস্ত জনবসতী এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার কাজকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে আসছে৷ ফলে রাজ্যের প্রায় প্রতিটি জনবসতিতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানো সম্ভব হয়েছে৷ আজ সোনামুড়া মোহনভোগে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা দৈনিক ৩ লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন জল অপরিশোধন প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বলেন, প্রথমে চিহ্ণিত করা হয় রাজ্যের কোন কোন জনবসতিতে পানীয় জলের পুরোপুরি সংস্থান রয়েছে, কোন কোন জনবসতিতে জলের উৎস নেই এবং যেখানে জলের উৎস নেই সেটাকেই প্রাধান্য দিয়ে কাজ শুরু করা৷ দ্বিতীয়ত ঃ পানীয় জল যাতে পরিশ্রুত হয় সেদিকে গুরুত্ব দেওয়া৷ এই পরিকল্পনা গ্রহণ করার ফলে আজ রাজ্যের ৮ হাজারের উপর জনবসতির প্রায় সব পাড়াতেই পানীয় জলের ব্যবস্থা করা সম্ভব হয়েছে৷
কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য পানীয় জলের বরাদ্দও কমিয়ে দিচ্ছে৷ বর্তমান অর্থবছরেও পানীয় জলের জন্য বরাদ্দ রয়েছে৷ সেই টাকাও যাতে না পাওয়া যায় তার জন্য নানা সমস্যার সৃষ্টি করে পানীয় জল সরবরাহ কাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে৷ শুধু তাই নয় মানুষের কল্যাণের জন্য জরুরী যে বিষয়গুলি রয়েছে সেগুলির বরাদ্দ কমিয়ে দেয়া হচ্ছে৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার রেশনে চালের বরাদ্দ কমিয়ে দিয়েছে, চিনি সরবরাহ বন্ধ করে দিয়েছে, কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে৷ এই ভাবে আস্তে আস্তে পুরো রেশন ব্যবস্থাটাকেই বন্ধ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে৷ শুধু তাই নয় শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকেও বেসরকারী পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এর পলে গরীব ও মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে৷ আগে কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্পগুলি মিলেমিশে সম্পাদন করত৷ কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার এইসব খাতে টাকা কমিয়ে দিয়ে অঘোষিত ভাবে মানুষের সর্বনাশ করে দিচ্ছে৷ বর্তমান কেন্দ্রীয় সরকারের এই গরীব মারা নীতি গ্রহণ করার ফলে দেশ আজ সর্বনাশের দিকে অগ্রসর হচ্ছে৷
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যেও একটা অশুভ শক্তি ধর্মীয় বিভাজনের নামে দাঙ্গা হাঙ্গামা ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছে৷ রাজ্যের নানা প্রান্তে সাম্প্রদায়িক বিরোধ লাগানোর প্রচেষ্টা চালানো হচ্ছে৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজগুলি লন্ডভন্ড করার উদ্দেশ্যেই তারা রাজ্যে সাম্প্রদায়িক বিষের হাওয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে৷ রাজ্য সরকার এই সব উন্নয়নমূলক কাজগুলি সহ্য হচ্ছে না বলেই একটা অশুভ শক্তি রাজ্যের শান্তির পরিবেশকে বিঘ্নিত করার প্রচেষ্টা চালাচ্ছে৷ এই অশুভ শক্তির বিরুদ্ধে সকলকেই ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাদের জনবিচ্ছিন্ন করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী৷
2017-12-05