নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ঠা ডিসেম্বর ৷৷ কর্মচারীদের ভাগ্যে মহার্ঘ্য ভাতা ১ শতাংশের বেশি আপাতত জুটছে না৷ কারণ এই ১ শতাংশ মিটিয়ে দিতেই রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে বার্ষিক ৭৮ কোটি টাকা৷ সোমবার মহাকরণে একথা জানালেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ সাথে তিনি স্বীকার করেছেন, পে এন্ড পেনশান রিভিশন কমিটির সুপারিশ মোতাবেক রাজ্যে সরকারী কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা বৃদ্ধি হলেও, তাদের কিছুটা লোকসান হয়েছে৷
এদিন অর্থমন্ত্রী বলেন, সাধ্যের মধ্যে থেকেই কর্মচারীদের দাবী দাওয়া যতটা সম্ভব ততটা মিটিয়ে দেওয়া হয়েছে৷ তিনি বলেন, নতুন বেতন কাঠামোতে মহার্ঘ্য ভাতা মিশে গেছে ঠিকই কিন্তু ০৩৭ শতাংশ বুস্টার দেওয়া হয়েছে৷ ফিটম্যান্ট ফেক্টার ২২৫ এর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বেসিকের সাথে গ্রেড-পে ১৮৮ এবং বুস্টার ০৩৭ এই ফর্মুলাতে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে৷ তিনি জানান, বেতন কাঠামো পুনর্বিন্যাসের আগে কর্মচারীরা ৮৮ শতাংশ মহার্ঘ্য ভাতা পেতেন৷ আপাতদৃষ্টিতে মনে হতেই পারে বেতন কাঠামো পুনর্বিন্যাসে সরকারী কর্মচারী এবং পেনশনার্সরা কেবল মাত্র বকেয়া মহার্ঘ্য ভাতা পুরোটা পেয়েছেন৷ কিন্তু অর্থমন্ত্রীর দাবী কেন্দ্রের ১২৫ শতাংশ মহার্ঘ্য ভাতা হিসাব রাজ্যের ক্ষেত্রে খাটেনা৷ তিনি বলেন, মহার্ঘ্য ভাতা ১০০ শতাংশ হিসেবেই রাজ্য হিসেব করে থাকে৷ সে অনুযায়ী বেতন ভাতা পুনর্বিন্যাসের আগে সরকারী কর্মচারী ও পেনশনার্সদের ১২ শতাংশ মহার্ঘ্য ভাতা বকেয়া ছিল৷
অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রের অনুরূপ মহার্ঘ্য ভাতা দিতে রাজ্য সরকারগুলি বাধ্য নয়৷ কারণ, অর্থ কমিশন রাজ্যের ক্ষেত্রে মহার্ঘ্য ভাতা দেওয়া বাধ্যতামূলক করেনি৷ কমিশনের নির্দেশিকায় বলা রয়েছে সাধ্যের মধ্যে থেকেই রাজ্যগুলি মহার্ঘ্য ভাতা প্রদান করবে৷ অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রের সাথে মহার্ঘ্য ভাতায় সাযুজ্য রাখতে গেলে গ্যাপ গ্রেন্ট বাবদ অর্থ কমিশনকে রাজ্যগুলিকে প্রচুর টাকা দিতে হবে৷ তাই মহার্ঘ্য ভাতা রাজ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক করেনি কমিশন৷
অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ১ জানুয়ারী ২০১৬ থেকে নতুন বেতন কাঠামো চালু করেছে৷ সে মোতাবেক ২০১৬ সালের জুলাইতে ২ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে৷ ফের গত জানুয়ারীতে আরো ২ শতাংশ মহার্ঘ্য ভাতা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু, জুলাইতে মাত্র ১ শতাংশ মহার্ঘ্য ভাতা দিতে পেরেছে কেন্দ্র৷ এদিন অর্থমন্ত্রী বিদ্রুপের সুরে বলেন, কেন্দ্রেরও আয়ের উৎস ক্রমশ কমছে, তাই নতুন বেতন কাঠামো চালু করার পর দুইবার ২ শতাংশ করে মহার্ঘ্য ভাতা দিলেও গত জুলাইতে তা কমে ১ শতাংশে দাঁড়িয়েছে৷ অর্থমন্ত্রী বলেন, রাজ্যেরও আর্থিক অবস্থা সুবিধাজনক অবস্থানে নেই৷ তাই সবের্বাচ্চ ১ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব হবে৷ তিনি বলেন, বেতন কাঠামো পুনর্বিন্যাসে বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ কিন্তু তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩০ কোটি টাকা৷ ফলে বিরাট আর্থিক বোঝা বহন করতে গিয়ে মহার্ঘ্য ভাতা ১ শতাংশের অতিরিক্ত দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব হবে না৷ তবে এদিন তিনি স্বীকার করেন, পে এন্ড পেনশান রিভিশন কমিটির সুপারিশ মোতাবেক রাজ্যের সরকারী কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা বৃদ্ধি হলেও, কিছুটা তাদের লোকসান হয়েছে৷
2017-12-05