ভুবনেশ্বর, ৫ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে ৭ ই ডিসেম্বর থেকে গোটা ওডিশা রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। যে কোন পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রাজ্যের প্রতিটা জেলা আধিকারিকদের সতর্ক করেছেন। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা ধরে ভারী বৃষ্টির হতে পারে। আবহওয়া দফতরের আঞ্চলিক আধিকারিক শরৎ সাহু বলেন রাজ্যের উপকূলবর্তী এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। জাতীয় আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে আগামী ৭ থেকে ১০ ডিসেম্বর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে ওডিশায়। ৭ এবং ৮ ডিসেম্বর কোরাপুত, মালকানগিরি, গঞ্জম, গজপতি, রায়াগাদা, পুরী, কুন্দ্রা, জগতসিংপুর বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হবে। ৯ ডিসেম্বর কাণ্ডামাল, কালাহাণ্ডী, বোউণ্ড, ড়ায়াগাডা, জয়পুর ভারী বৃষ্টিপাত হবে। ১০ ডিসেম্বর সুন্দরগড়, ময়ুরভঞ্জ, বালাসোর, ভদ্রক, ধেঙ্কানাল, অঙ্গুলে ভারী বৃষ্টি হতে পারে।
ফসলের ক্ষতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ফসল রক্ষার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কৃষিক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য ৭১৮.৫ কোটি টাকা সরকারি ভর্তুকি বরাদ্দ করা হয়েছে।
2017-12-05