এটাওয়া, ৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এক পথ দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। সূত্রের খবর মথুরা থেকে বিয়েবাড়িতে থেকে ফেরার পথে এটাওয়া জেলার তিমরুয়া গ্রামের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। স্থানীয়দের তৎপরতায় আহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
পুলিশের তরফে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন বছর ৪২ শের অজয় কুমার, ৪০ বছর বয়সী সঞ্জু দেবী এবং বছর ১২ র সজল। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ।