আইনের শাসন ফিরিয়ে আনার দাবিতে আজ সারা রাজ্যে থানা ঘেরাও বিজেপির

একাধিক স্থানে জনজাতিদের নিয়ে র্যালীর কর্মসূচী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার দাবিতে মঙ্গলবার সারা রাজ্যে থানা ঘেরাও করবে বিজেপি৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বিজেপি প্রদেশ মুখপাত্র ডা, অশোক সিনহা৷ তিনি জানান, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে৷ তাঁর অভিযোগ, শাসকদল প্রশাসনের প্রত্যক্ষ মদতে বিজেপি কর্মকর্তাদের পাশাপাশি বাম বিরোধী সাধারণ জনগণের উপরও আক্রমন সংগঠিত করছে৷ খুনের ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে৷ পুলিশের সামনে সাংবাদিক শান্তনু ভৌমিক এবং টিএসআরের কেম্পের ভেতর সাংবাদিক সুদীপ দত্তভৌমিক খুন হয়েছেন৷ এই পরিস্থিতি রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রমান দিচ্ছে৷
তাই, মঙ্গলবার আইনের শাসন ফিরিয়ে আনার দাবিতে বিজেপি সারা রাজ্যে থানা ঘেরাও করবে৷ ডা, সিনহা জানান, সারা রাজ্যে মোট ৫০টি থানা ঘেরাও করা হবে৷ সকাল ১১টা থেকে ঘেরাও কর্মসূচী শুরু হবে৷ তবে কতক্ষণের জন্য ঘেরাও কর্মসূচী পালন করা হবে সেবিষয়ে ডা, সিনহা বলেন, স্থানীয় পরিস্থিতির উপর তা নির্ভর করবে৷
এদিকে, চলতি মাসে রাজ্যে বিভিন্ন স্থানে উপজাতিদের র্যালি সংগঠিত করবে জনজাতি মোর্চা৷ সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বর বীরচন্দ্র মনুতে জনজাতী র্যালি সংগঠিত হবে৷ ঐ র্যালিতে অংশগ্রহণ করতে আসছেন জনজাতি মোর্চার রাষ্ট্রীয় অধ্যক্ষ রামবিচার নেতাম৷ এদিকে আগামী ১১ ডিসেম্বর ধলাই, ঊনকোটি এবং উত্তর জেলার জনজাতিদের নিয়ে কুমারঘাটে র্যালি সংগঠিত হবে৷ ঐ র্যালিতে অংশ নিতে আসছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাম৷ তাছাড়া, আগামী ১৫ডিসেম্বর খুমুলুঙে রাজ্যের অবশিষ্ট জেলা গুলির জনজাতিদের নিয়ে র্যালি সংগঠিত হবে৷
এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী দেওধর আইএনপিটির সাথে জোটের প্রসঙ্গে বলেন, তাদের তরফে এবিষয়ে কোন আবেদন আসেনি৷ তবে, বাম বিরোধী যেকোন রাজনৈতিক দলের সাথে জোট করতে বিজেপির কোন আপত্তি নেই৷ কেবল মাত্র আইপিএফটির ক্ষেত্রে পৃথক রাজ্যের দাবি তারা ছেড়ে দিলে তাদের সাথেও জোটে আপত্তি নেই বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, রাজ্যের জনজাতিদের কল্যানে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরামের সাথে বিজেপির জনজাতি মোর্চা প্রতিনিধিরা সাক্ষাৎ করে মেমোরেন্ডাম তুলে দিয়েছেন বলে শ্রী দেওধর জানিয়েছেন৷ কেন্দ্রের কাছে দাবি জানানো হয়েছে, এডিসি এলাকায় স্টেট কাউন্সিল গঠন করে অধিক ক্ষমতা এবং সরাসরি অর্থ প্রদান করার জন্য৷ তবে এক্ষেত্রে প্রস্তাব রাজ্য সরকারের তরফে পাঠাতে হবে৷ শ্রী দেওধর জানিয়েছেন রাজ্যে সরকার গঠন করার পর বিজেপি প্রথম মন্ত্রী সভার বৈঠকে কেন্দ্রের কাছে এই প্রস্তাব পাঠানোর মঞ্জুরি দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *