নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : ভারতের জাতীয় দলের ক্রিকেটারদের বেতন একলাফে অনেকটা বাড়তে চলেছে। গ্রেড এ চুক্তির আওতায় থাকা অধিনায়ক বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারার বেতন বর্তমানের ২ কোটি টাকা থেকে বেড়ে হতে পারে বছরে ১২ কোটি টাকা। গ্রেড বি-তে থাকা ক্রিকেটারদের বেতন এক কোটি টাকা থেকে বেড়ে হতে পারে বছরে আট কোটি টাকা এবং গ্রেড সি-তে থাকা ক্রিকেটারদের বেতন ৫০ লক্ষ টাকা থেকে বেড়ে হতে পারে চার কোটি টাকা। অধিনায়ক হিসেবে বিরাটের বেতন আরও বেশি হতে পারে। ভারতীয় ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই বেতন বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই, প্রাক্তন মহিলা ক্রিকেটার ডায়না এডুলজি ও বিসিসিআই সিইও রাহুল জোহরির সঙ্গে দেখা করেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও কোচ রবি শাস্ত্রী। সেই বৈঠকের পরেই ক্রিকেটারদের দাবি মেনে নেওয়ার কথা জানায় বিসিসিআই। এখন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বছরে ১২ কোটি টাকা করে পান। বিসিসিআই সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হলেও, বিরাটরা এতদিন আর্থিকভাবে বঞ্চিত হচ্ছিলেন। তবে এবার তাঁদের বেতন বাড়তে চলেছে।
2017-12-04