নাসিক, ৩ ডিসেম্বর (হি.স.) : ধাতব কোনও কিছু গিলে খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ডাক্তারি ভাষায় বলতে গেলে এক কথায় যাকে বলে মেটালোফ্যাগিয়া। এই রোগেই ভুগছিলেন মহারাষ্ট্রের পালঘর জেলার কৃষ্ণ সোমাল্য সম্বর। দীর্ঘদিন ধরে বেশকিছু কয়েন গিলেছিলেন তিনি। সব জমা হয়েছিল পাকস্থলীতে। সম্প্রতি সফল অপারেশনের পর ৭২টি কয়েন পেট থেকে বের করতে সমর্থ হয়েছেন চিকিৎসকরা।
পালঘরের তালসারি তালুকার থোরাটপড়া এলাকা। সেখানকারই বাসিন্দা কৃষ্ণ সোমাল্য সম্বর। দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। বমি হত। হজম হত না কিছুই। গত বৃহস্পতিবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। এক্স রে করার পর পাকস্থলীতে কয়েন থাকার বিষয়টি ধরা পড়ে। অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসক অমিত কেলের নেতৃত্বীধান একটি মেডিকেল টিম কৃষ্ণ সোমাল্য সম্বরের অপারেশন করে। প্রায় সাড়ে তিনঘণ্টা ধরে চলে এন্ডোস্কোপিক সার্জারি। বেরোয় ৭২টি কয়েন। চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক অসুস্থতার কারণে প্রায় ২০ বছর ধরে কয়েন, ধাতব সামগ্রী গিলে এসেছেন সম্বর। যাতে করে তাঁর পাকস্থলীতে সমস্যা তৈরি হয়। কিছু মলত্যাগের সময় বেরিয়ে গেলেও ৭২টি কয়েন পেটে থেকে গিয়েছিল। অপারেশন করে সেগুলি বের করা হয়েছে। এখন ভালো আছেন কৃষ্ণ সোমাল্য সম্বর।