জয়পুর, ৪ ডিসেম্বর (হি.স.) রাজস্থানের নাওয়া রেল স্টেশনের কাছে দিল্লি সরাই রোহিল্লা-বিকানির এক্সপ্রেস ট্রেন লাইনচ্যূত হওয়া ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনায় হতাহত কেউ হয়নি। এর ফলে জেরপুর-সাত্নেল শাখায় ট্রেন চলাচল ব্যহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাত ২৫২ নাগাদ। পরে ফের ট্রেন চলাচল শুরু হয় ৫২৫ মিনিট নাগাদ।
রেল দফতর সূত্রে আরও বলা হয়েছে লাইনের উপর একটি ট্রেক্টর চলে আসার ফলে ট্রেনটি লাইনচ্যূত হয়। গত দশদিনের মাথায় এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। গত ২৪ শে নভেম্বর উত্তরপ্রদেশে একটি বলেরো গাড়ি লোকাল ট্রেনকে ধাক্কা মারার ফলে লাইনচ্যূত হয়। গোটা বিষয়টি তদন্ত করার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।
2017-12-04