নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ ভোটের মুখে কর্মচারী বিদ্রোহে চাপে রাজ্য সরকার৷ সর্বশিক্ষায় নিযুক্ত শিক্ষক কর্মচারীরা নিয়মিতকরণের দাবীতে আন্দোলনমুখা৷ এসএসএ টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন রবিবার রবীন্দ্রভবন প্রাঙ্গনে জমায়েত করে৷ তারপর মিছিল সংগঠিত করা হয়৷ ১৮ এর বিধানসভা নির্বাচনের আগে সর্বশিক্ষায় কর্মরত শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ নিয়ে গড়িমসি করলে ভোট বয়কট করা হবে বলে হুশিয়ারী দিয়েছে এসোসিয়েশন৷ তাদের অভিযোগ কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে রাজ্য সরকার মগজ ধোলাই করছে৷ দিল্লী থেকে নভেম্বরে চিঠি দেওয়া হলেও শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জনসমক্ষে অনিহা প্রকাশ করছেন৷ অনশন আন্দোলন কহেদ্দর সরকারকে নাড়া দেওয়ার মধ্যেও দাম্ভিক সরকার ব্যবস্থা নেয়নি৷ এসোসিয়েশনের অভিযোগ বামফ্রন্ট সরকার মিথ্যর উপর দাঁড়িয়ে রাজ্য চালাচ্ছে৷ ভোটের বাজারে সরকারকে কার্যতঃ শ্রমিক বিদ্বেষী হিসাবে চিহ্ণিত করেছেন এসোসিয়েশনের নেতৃত্বরা৷ টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিতকরণ নিয়েও রাজ্য সরকারের একহাত নিয়েছে এসোসিয়েশন৷ টেট উত্তীর্ণ শিক্ষকদের অনিয়মিত কর্মী হিসেবে বেতন দেওয়া হচ্ছে, যা দেশের মধ্যে ব্যতিক্রম৷ একমাত্র ত্রিপুরাতেই তা হচ্ছে৷ বামেদের হগব সংগঠন সর্বশিক্ষার শিক্ষকদের দাবী নিয়ে সরব হচ্ছে না৷ এসোসিয়েশনের নেতৃবৃন্দ এদিন মন্তব্য করেছেন, শিক্ষক কর্মচারী বঞ্চনাই আসন্ন ভোটে বামেদের বিদায় ঘান্টা বাজিয়ে দেবে৷ কেন্দ্রের নির্দেশ, বরাদ্দকৃত অর্থ লুটেপুটে খেয়ে পরিকল্পনা মাফিক বঞ্চনা জিইয়ে রেখেছে বামফ্রন্ট সরকার৷ নিয়মিতকরণের দাবীতে সর্বশিক্ষার শিক্ষকদের এসোসিয়েশন আন্দোলন ক্রমশ তেজী করবে বলে বিক্ষোভ সভায় বার্তা দিয়েছেন নেতৃত্ব৷
2017-12-04