ধূমপায়ীদের নেশা তাড়াতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : বিড়ি-সিগারেট-গুটখার নেশা তাড়াতে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷ এবার থেকে তামাকজাত দ্রব্যের প্যাকেটে থাকবে নানা ছবি ও লেখা সহযোগে হুঁশিয়ারি৷ পাশাপাশি নেশা ছাড়াতে বিনা মূল্যে পরামর্শও মিলবে। এর আগে তামাকজাত দ্রব্যের প্যাকেটের গায়ে স্বাস্থ্য সংক্রান্ত হুঁশিয়ারি অত্যাবশ্যক করতে তামাকজাত দ্রব্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত বছর এপ্রিলের শুরু থেকে সেই ব্যবস্থা চালু হয়৷ অনেক চেষ্টা হয়েছে। সব পদ্ধতিই ব্যর্থ। এবার নয়া পদ্ধতি আবিষ্কার করলেন মার্কিন গবেষকরা। ধূমপান ছাড়তে প্রভাবিত করতে পারে কিছু মেসেজ যা ধূমপান ছাড়তে প্রভাবিত করতে পারে। এই মেসেজের মাধ্যমে বহু মানুষ ধূমপান ছেড়েছেন বলে একটি সমীক্ষায় জানা গিয়েছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির এক গবেষক জানিয়েছেন, ছ’মাস এই গবেষণা চালানো হয়েছে বেশ কিছু মানুষের উপর। মেসেজের মাধ্যমে বারবার এই সতর্কবার্তা পৌঁছে যাবে ধূমপায়ীদের কাছে। ৫০৩ জনকে নিয়ে এই গবেষণা করা হয়েছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে “টেকস্ট টু ক্যুইট” এই মেসেজে রয়েছে কিছু উপদেশও। পরে এই পদ্ধতি ছড়িয়ে পড়েছে। বর্তমানে আমেরিকার প্রায় ৭৫ হাজার মানুষ এই মেসেজের মাধ্যমে উপকৃত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *