নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : অধিনায়ক ও প্রাক্তন অধিনায়কের ব্যাটে কোটলা টেস্টে ফলো-অন বাঁচাল শ্রীলঙ্কা৷ সোমবার টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি করেন অধিনায়ক দীনেশ চান্দিমল ও প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ৷ ফলো-অন বাঁচালেও ম্যাচ বাঁচাতে এখনও অনেক লড়তে হবে লঙ্কাবাহিনীকে৷ তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৫৬ রান তুলেছে শ্রীলঙ্কা৷ ১৮০ রানে এগিয়ে ভারত৷ এদিন শেষ সেশনে ভারত দ্রুত পাঁচ উইকেট তুলে নিলেও শ্রীলঙ্কার শেষ উইকেটের পতন ঘটাতে পারেনি৷ তিনটি উইকেট তুলে নিয়ে চলতি বছরে ৫৫টি উইকেট নিয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটপ্রাপক হিসেবে অজি অফ-স্পিনার নাথান লায়নের সঙ্গে একই আসনে রবিচন্দ্রন অশ্বিন৷ শ্রীলঙ্কাকে অবশ্য ম্যাচে ফিরতে সাহায্য করে ভারতীয় ফিল্ডাররা৷ পাঁচবার ‘জীবন’ পেয়ে টেস্ট কেরিয়ারে অষ্টম সেঞ্চুরিটি করেন প্রাক্তন শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথিউজ৷ শেষ পর্যন্ত অশ্বিনের বলে উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ১১১ রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি৷
2017-12-04