সাংসদ ঝর্ণাকে কটাক্ষ করে সিপিএমের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ কৃষক মোর্চার সমাবেশ থেকে শাসক দলের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিজেপি৷ টানা পঁচিশ বছর

শনিবার আগরতলায় কিষাণ মোর্চার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র ভবনের সামনে৷ ছবি নিজস্ব৷

ক্ষমতায় থাকা সত্বেও বিধায়ক, মন্ত্রী এবং সাংবাদিক হত্যার প্রসঙ্গ টেনে এনে কৃষক মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা বিজেপি সাংসদ ওম প্রকাশ যাদব রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন৷ পাশাপাশি, বিজেপি ক্ষমতায় আসলে রোজভ্যালী ঘোটালায় সিবিআই তদন্ত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ এদিকে বিজেপির রাজ্য সভাপতি সমাবেশের মঞ্চ থেকে সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের বক্তব্যের জেরে তাঁকে সতর্ক করে বলেন, দাদাগিরি এবং ক্যাডার রাজ বরদাস্ত করা হবে না৷ বিজেপি রাজ্য সভাপতি সাংসদ ঝর্ণা দাস বৈদ্যকে কটাক্ষ করে বলেন, আপনি মানসিক রোগাগ্রস্ত হয়ে পড়েছেন৷ আপনার চিকিৎসার ব্যবস্থা করতে বিজেপি প্রস্তুত৷  শনিবার আগরতলায় কৃষক মোর্চার সমাবেশে বিজেপি নেতৃবৃন্দ শাসক দলকে কড়া ভাষায় শতর্ক করেছেন৷ বিজেপি রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক বলেন, কমিউনিষ্টরা এই রাজ্যকে শ্মশান বানাতে চাইছেন৷ কিন্তু, তাঁদেরকে কড়া হাতে মোকাবিলা করা হবে৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এদিন সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের বক্তব্যকে টেনে এনে কটাক্ষ করে বলেন, সিপিএমের রাজ্যসভার সাংসদ কালী মায়ের রূপ ধারণ করেছেন৷ কিন্তু, এ রাজ্যে ত্রিপুরেশ্বরী মা রয়েছেন, তাই নকল কালী মায়ের দরকার নেই, বলে বিপ্লববাবু বিদ্রুপ করেন৷ তিনি বলেন, সাংসদ ঝর্ণা দাস বৈদ্য অসুস্থ হয়ে পড়েছেন৷ তাই তাঁর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করতে বিজেপি প্রস্তুত বলে তিনি জানিয়েছেন৷ বিপ্লববাবু বলেন, সিপিএমের রাজ্যসভার সাংসদ মানসিক রোগাগ্রস্ত হয়েগেছেন৷ তাই তিনি তাঁকে নয়াদিল্লির এইমস্ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন৷ সাথে তিনি বিদ্রুপ করে বলেন, এইমস্ হাসপাতালে ভর্তি হওয়ার বদলে জিবি হাসপাতালে ভর্তি হলে সিপিএমের রাজ্যসভার সাংসদ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন না৷ এদিন বিপ্লববাবু বলেন, আগামী বিধানসভা নির্বাচনে একটাও ভূয়ো ভোটারের নাম থাকবেনা৷ তিনি জানান, যতক্ষণ ভোটার তালিকায় ভুয়ো ভোটারথাকবে ততক্ষণ বিজেপি নির্বাচন কমিশনে দরবার জারি রাখবে৷ তিনি শাসক দলকে মনে করিয়ে দেন অতীতের নির্বাচন ভুলে যাওয়ার জন্য৷ বিপ্লববাবুর বক্তব্য, ৩১৭০ টি বুথে বিজেপি শাসক দলকে পরাজিত করবে৷ আগামী বিধানসভা নির্বাচন নিরপেক্ষভাবে হবে বলে তিনি দাবি করেন৷ পাশাপাশি, কৃষক কল্যাণে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে তা রূপায়নে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য বিপ্লব দেব কড়া সমালোচনা করেন৷  এদিকে কৃষক মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি তথা বিজেপি সাংসদ ওম প্রকাশ যাদবও শাসক দল সিপিএম এবং রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন৷ সিপিএমের শাসনে রাজ্যে মন্ত্রী, বিধায়ক এবং সাংবাদিক হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি রাজ্য সরকারকে সমালোচনার বাণে বিঁধেছেন৷ পাশাপাশি, আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসলে রোজভ্যালি ঘোটালায় সিবিআই তদন্ত দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন৷ এদিকে, কৃষকদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এদিন তিনি সমাবেসে তুলে ধরেছেন৷ এর ভিত্তিতে রাজ্যে আগামী নির্বাচনে বিজেপিকে একবারের জন্য সুযোগ দিতে আর্জি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *