নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ ডিসেম্বর৷৷ শনিবার বিকেলে ২৪ রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইজাল বাড়ি সুকল মাঠে সিপিআইএম এর ডাকে এক প্রকাশ্য জন সমাবেশের আয়োজন করা হয়৷ এই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ তাছাড়া টিটিএএডিসির চেয়ারম্যান তথা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য রণজীৎ দেববর্মা, সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক তথা বিধায়ক পদ্মকুমার দেববর্মা, সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক তথা বিধায়ক বিশ্বজৎ দত্ত সহ অন্যান্যরা ছিলেন৷ আজকের এই জনসমাবেশে জীতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় সরকার ও রাজ্যের বিজেপি নেতৃত্বদের তীব্র সমালোচনা করেন৷ তাছাড়া কেন্দ্রীয় সরকারের সংকোচন নিতীর বিরুদ্ধে বক্তব্য রাখেন৷
2017-12-03