গুয়াহাটি, ২ ডিসেম্বর, (হি.স.) : নাগা চুক্তি সম্পর্কে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের এক টুইটবাৰ্তায় প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন মহলে। আজ শনিবার এক সাংবাদ সম্মেলনের আয়োজন করে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেজায় ক্ষোভ উগরে দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘নাগাল্যান্ডের কথা বললে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু বৃহত্তর নাগালিম সম্পর্কে আমাদের আপত্তি আছে। বৃহত্তর নাগালিম আমরা কখনও মেনে নেব না। তবে নাগালিম যদি হয় তা হলে তা নাগাল্যান্ড ভূখণ্ডের ভিতরেই সীমাবদ্ধ থাকুক।’ তিনি বলেন, নাগা ফ্রেমওয়ার্ক চুক্তির জন্য অগপ এবং বিজেপি সমান দায়ী। বলেন, বিবাদমান ভূমির ওফর মামলা এখনও উচ্চতম আদালতে বিচারাধীন। কংগ্ৰেস আমলে এই মামলা অতি সুশৃঙ্খলতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এমন কী ঘটল যে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই মামলাটি স্থবির হয়ে পড়েছে। অন্য প্রসঙ্গে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী গগৈ বলেন, অসমে বাংলাদেশি নেই বলে তিনি কোনওদিন বলেননি। তবে ৩০-৪০ লক্ষ বাংলাদেশি নেই বলে মন্তব্য করেছিলেন। এদিকে এনআরসি-র খসড়া প্ৰকাশের সময় রাজ্যের বিভিন্ন স্পৰ্শকাতর স্থানে আইন-শৃংখলাজনিত পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে পুলিশ প্ৰশাসন যখন আশঙ্কা ব্যক্ত করছে, তখন গগৈয়ে বলেন, এমন কোন বিদেশি আছে যারা আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর সাহস আছে? যদি বিদেশিরা এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারে তা হলে সরকার কেন আছে? প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈ। আসলে সরকারই এমন অদ্ভুত শঙ্কার পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ তুলেছেন তরুণ গগৈ। তাঁর দাবি, খসড়া এনআরসি প্ৰকাশের ছয়মাসের মধ্যে এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।
2017-12-02