এইড্স সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কর্মসূচী নিতে স্বাস্থ্য দপ্তরকে মুখ্যমন্ত্রীর পরামর্শ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷  এইডস রোগ বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালী আজ আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ উমাকান্ত সুকলের সামনের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার পতাকা নেড়ে র্যালীর আনুষ্ঠানিক সূচনা করেন৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বাদল চৌধুরী, এডিসি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ মুখ্যমন্ত্রী এবং অতিথিগণ ও র্যালীতে অংশ নেন৷ এইডস রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে প্রতি বছরই বিভিন্ন দেশে বিশ্ব এইডস দিবস পালন করা হয়৷ ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়৷ আজ উমাকান্ত সুকলের সমানের মাঠে আয়োজিত র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আজ সারা পৃথিবী জুড়ে এইডস রোগের বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য সম্মিলিত প্রয়াস দিবস৷ এই রোগের হাত থেকে রক্ষা করতে রাজ্যও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর কাজ করছে৷ আজ এই র্যালীতে যারা অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী তাদের অভিনন্দন জানান৷ রাজ্যের বিভিন্ন সুকল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের এইডস রোগ বিষয়ে সচেতন করার জন্য কর্মসূচী গ্রহণ করতে স্বাস্থ্য দপ্তরকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী বলেন, এই রোগটির বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পারলে রোগের বিস্তার প্রতিরোধ করা সম্ভব৷ সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য স্বাস্থ্য দপ্তর কাজ করছে৷ বিভিন্ন সময়ে রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, এই রোগটি আমরাই ডেকে আনি৷ সবাইকে এ বিষয়ে সচেতন করতে পারলেই রোগ প্রতিরোধ করা সম্ভব হবে৷ বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷ স্বাগত বক্তব্য রাখেন এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডা অশোক রায়৷ আজ এই র্যালীতে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় এন এস এস, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশ নেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *