ওয়েলিংটন, ২ ডিসেম্বর (হি.স.) : রানের পাহাড়ে গড়ল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ১৩৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে কিউয়িদের সংগ্রহ ৪৪৭/৯। কেন উইলিয়ামসন বাহিনী ৩১৩ রানে এগিয়ে রয়েছে। কলিন ডি গ্রান্ডহোম শতরান করেছেন। মাত্র ৭৪ বলে ১০৫ রান করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১১টি চার ও ৩টি ছয়। রস টেলর (৯৩) মাত্র ৭ রানের জন্য শতরান পাননি। হেনরি নিকোলাস করেন ৬৭। টম ব্লান্ডেল ৫৭ রানে ব্যাট করছেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে কেমার রোচ ৩ উইকেট পেলেন। ২টি করে উইকেট নিয়েছেন মিগুয়েল কামিন্স ও রোস্টন চেজ।
2017-12-02