নিয়মিতকরণের দাবীতে আমরণ অনশনের হুশিয়ারী উদ্যান বিভাগের ক্যাজুয়েল কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সরকারের উপর চাপ ততই বাড়াছে বিভিন্ন দপ্তরে অনিয়মিত

কৃষি দপ্তরের কার্য্যালয়ের সামনে ক্যাজুয়েল কর্মীদের ধর্ণা৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

কর্মীরা৷ কৃষি দপ্তরের অধীন ১৭৫ জন ক্যাজুয়েল কর্মীরা নিয়মিতকরেেণর দাবীতে অর্থমন্ত্রী ভানুলাল সাহার নেতিবাচক বক্তব্যে আমরণ অনশনের হুশিয়ারী দিয়েছে রাজ্য সরকারকে৷ অভিযোগ উঠেছে ন্যুনতম মজুরীর বিনিময়ে রাজভবন, ডাক বাংলো সহ বিভিন্ন সরকারী অফিসে বাগান পরিচর্যার কাজ করলেও সরকার নিয়মিত করছে না তাদের৷ বিগত দিনে অর্থমন্ত্রী ভানুলাল সাহা, কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা, এমনকি মুখ্যমন্ত্রী মানকি সরকার পর্যন্ত কেউ সদর্থক ভূমিকার আশ্বাস দেয়নি৷
শুক্রবার অর্থমন্ত্রী ভানুলাল সাহা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ক্যাজুয়েল কর্মীদের নিয়মিতকরণের ভাবনা কার্যকরী হবে ভোটের পর৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দৈনিক ১৬৭ টাকা মজুরী নিয়ে সংসার চালানো কষ্টকর হলেও তথাকথিত শ্রমিক বামফ্রন্ট সরকার বেখবর৷ অনতিবিলম্বে সরকার নিয়মিতকরণ করতে গড়িমসি করলে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সরকারী বাসভবনের সামনে স্ব-পরিবার আমরণ অনশন করবে কড়া বার্তা দিয়েছেন ক্যাজুয়েল কর্মীরা৷ সরকারী বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের জন্য বিধানসভা ভোট অন্তরায়৷ অভিযোগ, বিক্ষুব্ধদের মগজ ধোলাই করে প্রতিশ্রুতি দিয়ে ভোট লাভ করার কৌশল নিয়েছে সরকার৷ কৃষি ও উদ্যোন দপ্তরের ক্যাজুয়েল কর্মীরা কর্মবিরতির প্রথম পর্যায় বলে দাবি করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *