নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়েছে দুই বাংলাদেশি বাইক চোর৷ তাদের নাম সামাদ মিয়াঁ ও রকিন মিয়াঁ৷ পুলিশ জানিয়েছে, দুজনের বাড়ি বাংলাদেশের বিজয়নগর এলাকায়৷ গোপন খবরের ভিত্তিতে এয়ার পোর্ট থানার পুলিশ বামুটিয়ার তেবারিয়া সীমান্ত থেকে একটি রেজেস্ট্রেশন নম্বর বিহীন বাইক সহ দুই চোরকে আটক করে৷ দুজনেই দাগি বাইক চোর বলে জানায় পুলিশ৷ এদিন নম্বর বিহীন একটি বাইক বাংলাদেশে নিয়ে যাওয়ার উদ্দেশে তারা এ পারে এসেছিল৷ তাদের গতিবিধি সন্দেহজনক বলে ঠেকে পুলিশের৷ দুই চোরকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়৷ সদুত্তর না পেয়ে তাদের ধরে থানায় নিয়ে আসা হয়৷ তারা বাইক চুরির সঙ্গে জড়িত বলে নাকি কবুল করেছে৷ ঘটনার তদন্ত করছে পুলিশ৷
2017-12-02