জিডিপি বৃদ্ধির হার কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় গুজরাত ভোটের মুখে স্বস্তিতে বিজেপি

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): এবার মন্দার প্রবণতা থেকে ঘুরে দাঁড়িয়ে জিডিপি বৃদ্ধির হার কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ায় স্বস্তি বিজেপি শিবিরে। গত পাঁচ ত্রৈমাসিকে নিম্নমুখী হওয়ার পর চলতি অর্থবর্ষের দ্বিতীয় (জুলাই থেকে সেপ্টেম্বর) ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার বেড়ে হল ৬.৩ শতাংশ। ফলে বলাই যেতে পারে গুজরাত ভোটের মুখে স্বস্তিতে বিজেপির ।
গত এক বছর ধরে জিডিপি বৃদ্ধির হার শ্লথ হয়ে যাচ্ছিল। জিডিপি বৃদ্ধির হার ২০১৭-১৮ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কমে হয়েছিল ৫.৭ শতাংশ, যা ছিল তিন বছরে সর্বনিম্ন।
যদিও, গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকের তুলনায় এখনও কম জিডিপি বৃদ্ধির হার। কারণ, ২০১৬-১৭ অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৫ শতাংশ।
সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস (সিএসও) প্রকাশিত পরিসংখ্যান অনুসারে দ্বিতীয় ত্রৈমাসিকে যে ক্ষেত্রগুলিতে অর্থনৈতিক কার্যকলাপ চাঙ্গা হয়েছে, সেগুলি হল ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ, গ্যাস, জল সরবরাহ, আরও কিছু পরিষেবা, বাণিজ্য, হোটেল, পরিবহণ ও যোগাযোগ, সম্প্রচার সংক্রান্ত পরিষেবা।
কৃষি, বনজ শিল্প ও ফিশিং সেক্টরে বৃদ্ধি হয়েছে আনুমানিক ১.৭ শতাংশ হারে। এদিকে মুখ্য পরিসংখ্যানবিদ টিসিএ অনন্তের মত, দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৩ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি আশাব্যঞ্জক বটে, তবে কৃষি সেক্টরে অগ্রগতির হাল খারাপ।
যদিও, বিগত পরিসংখ্যান নিয়ে ভাবিত নয় কেন্দ্রীয় সরকার। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জিডিপি-র হার বৃদ্ধিকে ইতিবাচক ইঙ্গিত বলে উল্লেখ করেন। তাঁর দাবি, দেশের অর্থনীতি যে এগিয়ে চলছে, সর্বশেষ পরিসংখ্যানই তার প্রমাণ।
সরকারের মতোই উচ্ছ্বসীত বিজেপি।বিষয়টিকে ‘অপ্রতিরোধ্য ভারত’ বলে উল্লেখ করেন দলের সভাপতি অমিত শাহ। তিনি বলেন, এই জিডিপি সংখ্যাই বলে দিচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে। এই সংখ্যাই মোদী সরকারের শক্তিশালী অর্থনৈতিক ম্যানেজমেন্টকেই প্রতিফলিত করছে।
শাহ আরও বলেন, ব্যবসা করার সুবিধার নিরিখে বিশ্বব্যাঙ্কের র্যা ঙ্কিংয়ে ভারতের উন্নতি, মূল্যায়ন সংস্থা মুডিজ ও স্ট্যান্ডার্ড ও পুওর-এর রেটিং বৃদ্ধির পর এখন জিডিপি-র বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত। ভারতের উন্নতি অবধারিত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ বলেন, যাঁরা নোট বাতিল ও জিএসটির বিরোধিতায় সোচ্চার হয়েছিলেন, এই পরিসংখ্যান তাঁদের মুখে সমুচিত জবাব। তিনি যোগ করেন, এই তথ্যই প্রমাণ করছে যে মোদীজির শাসনে দেশের অর্থনীতির হাল সুদৃঢ় হচ্ছে।জেটলির মতোই আশাবাদী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। বলেন, অর্থনীতি এবার নিজের চেহারা ফিরে পেতে শুরু করেছে। তাঁর আশা, চলতি আর্থিক বছরের সার্বিক জিডিপি ৬.৫ থেকে ৭ শতাংশে পৌঁছবে।
অর্থনৈতিক বিষয়ক সচিব এস সি গর্গ বলেন, ভারত যে বৃদ্ধির পথে এগিয়ে চলেছে এই সংখ্যাই তার প্রমাণ। তিনিও আশা প্রকাশ করেন, শীঘ্রই দেশের অর্থনীতি ৭-৮ শতাংশ বৃদ্ধির হারে পৌঁছবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *