কলকাতা, ১ ডিসেম্বর (হি.স.) : এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চেন্নাই ও কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শুক্রবার চেন্নাইয়ের চারটি ও কলকাতার দুটি জায়গায় তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে খবর, প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ভাই এস কালিয়াশ্যামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এছাড়াও এস সম্বামূর্তি ও রামজি নটরাজনের বাড়িতেও তল্লাশি চালায় তারা। এয়ারসেলের তরফে ২০০৬ সালে টেলিকম লাইসেন্সের জন্য আবেদন করলেও তা বাতিল হয়ে যায়। তারপর তৎকালীন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারান জোর খাটিয়ে মালয়েশিয়ার টেলিকম সংস্থা ম্যাক্সিসের কাছে এয়ারসেলের শেয়ার বিক্রিতে বাধ্য করেন বলে অভিযোগ। এরপর এই ঘটনার তদন্তে নামে ইডি। এই ঘটনায় নাম জড়ায় তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের। নাম জড়িয়েছিল তাঁর ছেলে কীর্তি চিদম্বরমেরও। বিদেশি বিনিয়োগ সংক্রান্ত ঘটনায় কীর্তি চিদাম্বরমকে জেরা করা হয়।
সেই অভিযোগের জবাবে পি চিদম্বরম বলেন, “ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড বা এফঅাইপিবির সবুজ সংকেত পেয়েই আমি অনুমতি দিয়েছি।”
2017-12-01