ডিজিপির বিরুদ্ধে স্বারাষ্ট্রমন্ত্রক ও রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে জাতীয় মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে যাচ্ছে রাষ্ট্রীয় মহিলা কমিশন৷ একই সঙ্গে দেশের রাষ্ট্রপতির কাছেও অভিযোগ করা হবে ভারতীয় পুলিশ সার্ভিসের এই আধিকারিকের বিরুদ্ধে৷ রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন নিয়ে বিস্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন ত্রিপুরায় তাদের এক সদস্যকে রাজ্যে পাঠিয়েছেন৷ এর আগে বিভিন্ন বিষয়ে জানতে চেয়ে কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি দিয়েছিল৷ কিন্তু একটি চিঠির কোনও জবাব দেওয়ার সৌজন্য দেখাননি পুলিশ প্রধান অখিলকুমার শুক্লা৷ আজ এই সমস্ত বিষয়ে ত্রিপুরা সফররত জাতীয় মহিলা কমিশনের সদস্য সুষমা সাহু সরাসরি পুলিশের মহানির্দেশক অখিলকুমার শুক্লার কার্যালয়ে গিয়ে হাজির হন৷ কিন্তু পুলিশ প্রধান সংশ্লিষ্ট কোনও তথ্য মহিলা কমিশনকে না দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন৷ এর পরেই সুষমা সংশ্লিষ্ট ঘটনার বিবরণ জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়ে দেন বলে জানা গেছে৷ জাতীয় মহিলা কমিশন অতিসত্ত্বর ত্রিপুরা পুলিশ মহানির্দেশকের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রক এবং রাষ্ট্রপতির কাছে অভিযোগ লিপিবদ্ধ করতে চলেছে৷
রাজ্যের ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আরক্ষা প্রশাসন এবং রাজ্য মহিলা কমিশনের উদাসীনতার অভিযোগ জাতীয় মহিলা কমিশনে পড়তেই ঝটিকা সফরে সুষমা শাহু৷ ৩ দিনের রাজ্য সফরে এসেই নির্যাতিতাদের খোঁজ খবর নিতে ত্রিপুরা মহিলা কমিশনের টিম নিয়ে বিভিন্ন এলাকায় যান৷ বুধবার সকালে রাজ্য অতিথিশালায় বহু নির্যাতিতার সঙ্গে কথা বলে সুষ্ঠ বিচার পাইয়ে দিতে জাতীয় মহিলা কমিশনের দৃঢ় অবস্থান তোলে ধরেছেন তিনি৷ বিকালে রাজ্যে পুলিশের মহানির্দেশকের সঙ্গে মিলিত হয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন৷ কাকরাবন, সোনামুড়া, খোয়াই, পানিসাগর সহ বেশ কয়েকটি জায়গার স্পর্শকাতর মামলার পুলিশি চার্জশীট নিয়ে উষ্মা ব্যক্ত করেছেন তিনি৷ সমস্ত কিছু খতিয়ে দেখে সন্ধ্যায় রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলনে আরক্ষা প্রশাসনকে ক্ষমতাসীন সরকার কুক্ষিগত করে রাখার গুরুতর অভিযোগ তোলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা সুষমা শাহু৷ সড়ক দূর্ঘটনায় মৃৃত্যু হওয়া মেয়ের অর্ন্তবাস কেন থাকবে না? বোকা বানিয়ে চার্জশীট জমা করে অপরাধী আড়ালের চেষ্টা হচ্ছে৷ পুলিশ সুষ্ঠ তদন্তে গড়িমসি করার রাজ্যের নির্যাতিতারা সুবিচার পাচ্ছে না৷ দুসৃকতীরা বেখব ঘুরাফেরা করতে শুরু করেছেন৷ রাজ্য মহিলা কমিশনের কাজকর্ম নিয়েও উদ্বেগ ব্যক্ত করেছেন তিনি৷ জাতীয় মহিলা কমিশন সবগুলি ঘটনার তদন্ত করে যদি নির্যাতিতাদের জন্য সুষ্ঠ বিচারের ব্যবস্থা করতে পুলিশ গড়িমসি করলে জাতীয় মহিলা কমিশন কঠোর পদক্ষেপ নেবে বলে জানান সুষমা শাহু৷ গত তিন মাস আগে শান্তিরবাজারের তকমাছরা এবং কোয়াইফাং এলাকায় দুই উপজাতি ছাত্রীর মৃত্যুরহস্য আজও অধরা৷ ওই ঘটনাবলি এবং এ ধরণের বিষয়-সহ রাজ্যের মহিলা সংক্রান্ত বিষয়ে তথ্য জানাতে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল৷ কিন্তু একটি চিঠিরও উত্তর দেওয়া হয়নি জাতীয় মহিলা কমিশনকে৷
অবশেষে বাধ্য হয়ে ঘটনাবলি সম্পর্কে খোঁজখভর নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য সুষমা সাহু রাজ্যে এসেছেন৷ তিনি রাজ্যে এসে আরও একবার তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন৷ তিনি বলেন, রাজ্যে মহিলা সংক্রান্ত অপরাধ দিনকে দিন বেড়েই চলেছে৷ পুলিশও এ ধরণের মামলাকে অত্যন্ত সপরিকল্পিতভাবে সাধারণভাবে গ্রহণ করার পাশাপাশি এ সব বিষয়ের তদন্তকার্য সঠিকভাবে পরিচালিত করছে না৷
রাজ্যে এসে তিনি তকমাছড়ায় প্রিয়াঙ্কা রিয়াং এর পরিবারের সঙ্গে কথা বলেছেন৷ তাছাড়া কোয়াইফাং এলাকায় সুপ্রিয় মগের বাড়িতে গিয়ে কথা বলেছেন তিনি৷ দুটি ক্ষেত্রেই মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মনে করেছেন সুষমা সাহু৷